গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটের সজ্ঞাই যেন পাল্টে দিয়েছে ইংল্যান্ড। পরিস্থিতি যাই হোক লাল বলেও আক্রমণই যেন শেষ কথা! সাদা পোশাকের এমন রঙিন ক্রিকেটের একটা নামও আছে। এই ফরম্যাটে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের ডাক নামের সঙ্গে মিলিয়ে এই আগ্রাসী ক্রিকেটের নাম দেওয়া হয়েছে 'বাজবল'।
সাম্প্রতিক সময়ে বাজবলে সাফল্য পেলেও চলমান ভারত সিরিজে কিছুটা হলেও রক্ষণাত্মক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। সর্বশেষ লর্ডস টেস্টে তো বইয়ের নিয়ম মেনেই ব্যাটিং করেছেন বেন স্টোকস-জো রুটরা। ইংলিশদের খেলার ধরনে এমন পরিবর্তন দেখে অবাক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'প্রথম ইনিংসে ইংল্যান্ড ভালো খেলেছে। সবাই ভেবেছিল, ইংল্যান্ড বাজবলই খেলবে। কিন্তু ওরা প্র্যাঙ্কবল খেলেছে। ওরা সাধারণত ওভার প্রতি ৪, ৪.৫ রান করে তুলে। কিন্তু লর্ডসে ওরা ওভারে ৩ রান করে করেছে। ওরা সবাইকে ধোঁকা দিয়েছে।'
অশ্বিনের মতে, ইচ্ছা করে নয়, বাধ্য হয়ে এই কাজ করেছে ইংল্যান্ড। ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'তবে বাধ্য হয়ে তারা এটা করেছে। যদি ওরা আগের টেস্ট জিতত তা হলে লর্ডসেও বাজবল খেলত। ভারত ওদের বাধ্য করেছে খেলার ধরন বদলাতে।'
ইংল্যান্ডের প্রথম সেঞ্চুরি করেছেন জো রুট। তার বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন অশ্বিন। তার মতে, খেলার ধরন বদলে সুবিধা হয়েছে রুটের। অশ্বিন বলেন, 'রুট এই ধরনের ক্রিকেট খেলতেই অভ্যস্ত। কিন্তু তাকেও খেলার ধরন বদলাতে হয়েছিল। পুরোনো অভ্যাসে ফিরে ভালো খেলেছে রুট। ওর এই ইনিংস বাকিদের কাছে শিক্ষা।'
টিকে/