একদিন শুধু নিজের কক্ষের কোণে বসে মনের কথা বলেই যাত্রা শুরু করেছিলেন প্রাজক্তা কোলি। আজ সেই মেয়েটিই জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ডিজিটাল নির্মাতার তালিকায়। ‘MostlySane’ নামে যিনি পরিচিত, সেই প্রাজক্তাই টাইম ম্যাগাজিনের প্রথম TIME100 Creators তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন—যা ভারতীয় কনটেন্ট নির্মাতাদের জন্য এক ঐতিহাসিক অর্জন।
এই তালিকায় রয়েছেন MrBeast, Khaby Lame, Jay Shetty-র মতো বিশ্বজোড়া জনপ্রিয় কনটেন্ট নির্মাতারা। তাঁদের সঙ্গে একই কাতারে প্রাজক্তা যুক্ত হয়েছেন বিনোদন বিভাগে, Taylor Frankie Paul এবং Heidi Wong-এর মতো ভাইরাল তারকাদের পাশে।
২০১৫ সালে ‘MostlySane’ নামে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন প্রাজক্তা। সাধারণ, রিলেটেবল স্কেচ, সামাজিক বার্তা ও নিখাদ আন্তরিকতা দিয়ে তিনি ধীরে ধীরে গড়ে তোলেন এক আলাদা পরিচয়। বর্তমানে ইউটিউবে তাঁর অনুসারীর সংখ্যা ৭.২৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ফলোয়ার ৮.৭ মিলিয়নেরও বেশি।
তবে শুধু ডিজিটাল মাধ্যমে নয়, পর্দাতেও নিজের প্রতিভা দেখিয়েছেন তিনি। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘Mismatched’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন, আবার বলিউড সিনেমা ‘Jugjugg Jeeyo’-তেও ছিলেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদবানির সঙ্গে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর লেখা প্রথম উপন্যাস 'Too Good To Be True'।
এই সম্মান পাওয়ার পর প্রাজক্তা বলেন, “ধন্যবাদ সেই দর্শকদের, যারা আমার পাশে ছিলেন, বিশ্বাস রেখেছিলেন। আর ধন্যবাদ সেই একুশ বছর বয়সী প্রাজক্তাকে, যে কোনো পরিকল্পনা ছাড়া শুধু মন দিয়ে গল্প বলেছিল।”
এই অর্জন শুধু প্রাজক্তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্বমঞ্চে ভারতীয় কনটেন্ট নির্মাতাদের জন্য এক বড় স্বীকৃতি। তিনি প্রমাণ করেছেন, আসল, সততার সঙ্গে তৈরি কনটেন্টই পারে সীমা ছাড়িয়ে যেতে।
এখন প্রশ্ন—এরপর কী? অভিনয়, লেখা না কনটেন্ট নির্মাণে নতুন চমক? যাই হোক না কেন, এটা তো কেবল শুরু, শেষ নয়।
এসএন