বিদেশে ঘুরতে গিয়ে এক মুহূর্তে ছোট্ট চমকে হাসির রোল তুললেন সোনাক্ষী সিন্হা ও তাঁর সদ্য বিবাহিত স্বামী জ়াহির ইকবাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, কেনাকাটার সময় হঠাৎ সোনাক্ষীর ব্যাগ 'চুরি' হয়ে গিয়েছে—অন্তত প্রথমে তাঁর তাই মনে হয়েছিল। তবে কয়েক মুহূর্তেই জানা যায়, এই কাণ্ডের নেপথ্যে আর কেউ নন, স্বয়ং জ়াহির!
সাদা টি-শার্টের উপর নীল শার্ট, মাথায় টুপি, পরনে ডেনিম শর্টস—এই স্বচ্ছন্দ পোশাকে বিদেশের একটি বিপণিতে ব্যস্ত ছিলেন সোনাক্ষী। নিচে রাখা ছিল একটি শপিং ব্যাগ। হঠাৎই সেই ব্যাগটি উধাও দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রী। চারদিকে তাকান, কারা যেন ব্যাগ নিয়ে চলে গেল কি না, তা বোঝার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই আবিষ্কার করেন—এই খেলায় সামিল ছিলেন তাঁর স্বামী জ়াহির, যিনি মজা করে ব্যাগটি সরিয়ে চমকে দিয়েছিলেন তাঁকে।
ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন সোনাক্ষী, সঙ্গে লেখেন—"এই ধরনের আচরণ থেকে নিস্তার পেতে চাই!" হাস্যরসের মোড়কে লেখা এই মন্তব্যে স্পষ্ট, এই দুষ্টুমির পেছনে রয়েছে ভালোবাসার ছোঁয়া।
সোনাক্ষী ও জ়াহিরের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে অনন্য বলেই মনে করছেন অনুরাগীরা। প্রায়শই দু’জনকে একসঙ্গে মজা করতে দেখা যায়। এই হাসি-মজাই তাঁদের সম্পর্কের দৃঢ়তা আরও বাড়ায় বলেই বিশ্বাস ভক্তদের।
বিয়ের আগে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল তাঁদের। ভিন্ন ধর্মের হওয়ায় প্রথমে নাকি পরিবারের তরফ থেকে কিছুটা বাধা এসেছিল। কিন্তু ভালোবাসায় হার মানেনি কেউ। ২০২৪ সালের ২৩ জুন আইনি বিবাহের মাধ্যমে জীবন শুরু করেন সোনাক্ষী ও জ়াহির। ধর্মীয় আচার ছিল না, ছিল না জাঁকজমকও। শুধু ভালোবাসার প্রীতিভোজ আর আপনজনদের সঙ্গে স্মরণীয় এক মুহূর্ত।
বিয়ের পর থেকেই নিজেদের ছোট ছোট খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সমাজমাধ্যমে। আর সেই প্রতিটি মুহূর্তেই ধরা পড়ছে তাঁদের সম্পর্কের গভীরতা ও আন্তরিকতা।
এসএন