শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নেপালের বিপক্ষেও দারুণ শুরু পেয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। ২-০ গোলে বিরতিতে গেছে অধিনায়ক আফঈদা খন্দকারের দল।
ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
প্রতিপক্ষের বক্সে জটলায় অবশ্য শেষ পর্যন্ত গোল পায়নি বাংলাদেশ। তবে ১৩ মিনিটে ঠিকই গোল পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে লিড এনে দেওয়া গোলটি করেন সিনহা জাহান শিখা। গোলটা অবশ্য মুনকি আক্তারের হতে পারত। প্রতিপক্ষের গোলরক্ষক সুজাতা তামাংয়ের দুই পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে দিয়েছিলেন মুনকি। গোললাইন পার হওয়ার আগে প্রতিপক্ষের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। তবে বলটা শিখার পায়ে গেলে তা থেকে গোল করতে ভুল করেননি এই ফরোয়ার্ড।
এর আগে অবশ্য পিছিয়ে পড়ারও শঙ্কায় ছিল বাংলাদেশ। বাংলাদেশি গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডল বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের একজনের পায়ে মারলে তা জালে জড়ানোর সুযোগ ছিল। তবে ভাগ্য ভালো বাংলাদেশের অল্পের জন্য বলটি বাইরে দিয়ে যায়। তারও আগে গোলরক্ষক স্বর্ণা সামনে এগিয়ে আসায় ফাঁকা গোলবারে বল জড়াতে পারেনি নেপালের এক খেলোয়াড়। বারের ওপর দিয়ে মারেন পূর্ণিমা রাই।
সে যাত্রায় বাংলাদেশ রক্ষা পেলেও নেপাল বিরতিতে যাওয়ার আগে আরেকবার পিছিয়ে পড়ে ম্যাচে। ৩৬ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মোসাম্মৎ সাগরিকা। বাঁ প্রান্ত থেকে ডি বক্সে দারুণ এক ক্রস করেন শান্তি মার্ডি। বল মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই শট নেন সিনহা জাহান শিখা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক সুজাতা তামাং শুরুতে ঠেকিয়ে দিলেও বল তালুবন্দি করতে না পারায় ফাঁকায় দারুণ সাগরিকা জালে জড়িয়ে দেন। এরপর আর কোনো গোল না হলে বিরতিতে যায় বাংলাদেশ।
ইউটি/এসএন