শুরুর দিকের থাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন লিটন ও শামীম। দুজনে মিলে ৭৭ রানের জুটিও গড়েছেন।
লিটন ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন। এই ঝড়ো ইনিংসের পথে ৫টি ছক্কা ও ১টি চার মারেন লিটন।
জাকের আলী শেষদিকে ৩ রান করে রান আউট হয়ে ফিরেছেন।
পরের বলে শামীম আউট হয়েছেন ৪৮ রান করে একভাবে রান আউট হয়ে।
মূলত লিটন ও শামীমের ব্যাটে ভর করেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে বাংলাদেশ।
২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৭৭ রান।
ইউটি/এসএন