হার্দিক পাণ্ড্যর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অনেক আগেই পেছনে ফেলে নতুন প্রেমের খবরে ফের আলোচনায় এলি আভরাম। ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রীর জীবনে নয়া অধ্যায়ের সূচনা ঘটেছে ইউটিউব সেনসেশন আশিস চঞ্চলানীর সঙ্গে ঘনিষ্ঠতাকে ঘিরে। আর এই সম্পর্কই আবার টেনে এনেছে হার্দিক-অধ্যায়ের পুরনো গল্প।
একসময় হার্দিক পাণ্ড্যের সঙ্গে এলির সম্পর্কের গুজব বলিউড ও ক্রিকেটমহলে দারুণ চর্চিত ছিল। একাধিকবার জনসমক্ষে দেখা গেছে দু’জনকে একসঙ্গে। বিদেশ ভ্রমণ থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে, এমনকি ক্রুনাল পাণ্ড্যের বিয়েতেও এলির উপস্থিতি সম্পর্কের গুঞ্জন আরও ঘনীভূত করেছিল।
তবে কখনও সরাসরি কেউ সম্পর্কের কথা স্বীকার করেননি। এমনকি বিচ্ছেদের কথাও এসেছে একান্তে, আড়ালেই।
২০১৯ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হার্দিক পাণ্ড্যর বিতর্কিত মন্তব্য সেই সম্পর্ককে নতুন করে আলোচনায় তোলে। সেখানে হার্দিকের নারীবিদ্বেষী মনোভাব ও মহিলাদের যৌনতার প্রতীক হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠলে এলি নিজেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। বলেছিলেন, হার্দিক যাকে একসময় চিনতেন, তিনি আর সেই মানুষ নেই।
এর কিছুদিন পরেই হার্দিক নতুন সম্পর্কে জড়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে। ২০২০ সালে তাঁদের বাগদান সম্পন্ন হয়। সে সময় এলির এক গাঢ় বার্তামূলক পোস্ট ছিল সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি লেখেন—“এই বার নিজের দেবদূত নিজেই হয়ে ওঠো।” অনেকে ধরে নেন, হয়তো হার্দিককে উদ্দেশ করেই এই বার্তা। তবে এলি পরে জানান, পোস্টের সঙ্গে হার্দিকের কোনো সম্পর্ক নেই।
উল্লেখযোগ্যভাবে, হার্দিক-নাতাশার সম্পর্কও বেশিদিন টেকেনি। গত বছর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। নাতাশা এখন একমাত্র ছেলে অগস্ত্যকে নিয়ে নতুনভাবে জীবন গড়ে তুলছেন।
আর এলি আভরাম? তিনি আপাতত চর্চায় রয়েছেন আশিস চঞ্চলানীর সঙ্গে সম্পর্ক নিয়ে। ব্যক্তিগত জীবনের ঘূর্ণাবর্তের মধ্যেও এলি যেন নিজের মতো করেই পথ বেছে নিচ্ছেন, নিরবে, কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে।
এসএন