জুলাই আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে অভিনেত্রী অপু বিশ্বাস জামিন পেয়েছেন। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশরীর হাজির হয়ে জামিননামা দাখিল করেন অপু। এরপর আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিন আদালতে বোরকা পরে হাজির হতে দেখা গেছে অপু বিশ্বাসকে। এরপর জামিন আদেশ পাওয়ার পর তিনি বেরিয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মামাসহ কয়েকজন নিকটাত্মীয়। বোরকা পরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আদালতপাড়ায় এমনিতে সব সময় অনেক মানুষ থাকে।
তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন, তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এতে বিশৃঙ্খল পরিবেশও তৈরি হয়। তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরকা পরেই আদালতে যাই। বোরকা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেনি।
তবে কিছুক্ষণ পর টের পায়। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায়। আমি আসলে নিজেও চাইছিলাম না, এই বিষয়ে কোনো কথা বলি। আমার আইনজীবী আছেন, তিনি এ বিষয়ে সব তথ্য সবাইকে দিয়েছেন।’
তিনি এ-ও জানালেন, ‘এমনিতে কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয়, তখনো আশপাশের পরিবেশ-পরিস্থিতির কথা ভেবে বোরকা পরিধান করি।
যাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনীয় কাজটা সেরে আসতে পারি।’
এর আগে ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। এ মামলায় গত ১৮ মে গ্রেফতার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০ মে আদালত এ মামলায় তাঁকে জামিন দেন। ওই মামলায় ফারিয়া ছাড়াও আসামি করা হয় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে। এ মামলায় ২০৮ নম্বর এজাহারভুক্ত আসামি অপু বিশ্বাস।
এমকে/টিএ