বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফরাসি জায়ান্ট পিএসজি। ২০২৫ সালে এক মৌসুমে সর্বোচ্চ সাতটি শিরোপা ‘সেপ্ট্যাপল’ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দলটি। চেলসির বিপক্ষে জয় পেলেই সেই স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে ফরাসি জায়ান্টরা।
পিএসজির ইতোমধ্যে বছরের চারটি ট্রফি ঘরে তুলেছে—
জানুয়ারিতে ত্রফি দে শ্যাম্পিয়নস-এ মোনাকোকে হারিয়ে প্রথম ট্রফি।
এরপর লিগ ওয়ান শিরোপা জিতেছে এপ্রিলের শুরুতেই।
ফ্রেঞ্চ কাপ ফাইনালে রেঁসকে ৩-০ গোলে হারিয়ে ‘ডাবল’ নিশ্চিত।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ট্রেবল সম্পন্ন।
আজকের ক্লাব বিশ্বকাপ ফাইনালে জয় পেলে হবে পঞ্চম ট্রফি।
এরপর আছে আরো দুটি বড় সুযোগ—আগস্টে উয়েফা সুপার কাপ ফাইনাল টটেনহামের বিপক্ষে এবং ডিসেম্বরে ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল।
অন্যদিকে চেলসিও নতুন করে নিজেকে প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে। ২০২৪-২৫ মৌসুমে অনেক চ্যালেঞ্জের পর দলটি ঘুরে দাঁড়িয়েছে। উয়েফা কনফারেন্স লিগ শিরোপা জিতে নিয়েছে।
প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। আজকের ম্যাচে জয় পেলে মৌসুমে দ্বিতীয় ট্রফি, অর্থাৎ ‘ডাবল’ অর্জনের স্বপ্ন পূরণ।
আরআর