তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার (১৪ জুলাই) রাজধানীতে ওলামা দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন বলেন, ‘আমাদের প্রিয় নেতা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ১/১১- এর ষড়যন্ত্রের শিকার হয়ে দেশে নেই। দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে সেবা করার জন্য; আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে। অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য শোনা যাচ্ছে। এটার প্রতিবাদ জানাচ্ছি। সেই ভাষা এখানে ব্যবহার করতে চায় না। শুধু বলতে চাই, যারা একাত্তরের যুদ্ধকে স্বীকার করে না; যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না; তাদের সাথে জোট বেঁধে...।’
তিনি বলেন, ‘লন্ডন বৈঠক এবং কয়েকদিন আগে যখন প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, তখনই মিটফোর্ডের সামনে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কারা এই হত্যার সঙ্গে জড়িত খুঁজে বের করতে হবে। জাড়িতদের খুঁজে বের করার দায় দায়িত্ব আপনাদের (সরকার) নিতে হবে, কারা এই নির্বাচনের আগে হত্যা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে পাঁচ দিন হলো তাদের কেন খুঁজে বের করলেন না।’
ফারুক বলেন, ‘মির্জা ফখরুলের মতো একটা লোক। একটা সততার প্রতীক, উজ্জ্বল নক্ষত্র। তাকে নিয়ে কথা বলে। বিষয়টা কী? টাকা? মাল? লাভ হবে না।
তিনি বলেন, ‘কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলে, শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। খবরদার, খবরদার, শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না। খবরদার শহীদ জিয়ার আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে না। তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যে সন্তানের জন্য গত ১৬ বছর এই নেতারা জীবন বিসর্জন দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে বাস করে- এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে; সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, তা হতে পারে না। বরদাস্ত করা হবে না।’
তিনি বলেন, ‘এটা হাসিনা পাইছেন? এটার নাম খালেদা জিয়া। আপস করতে জানেন না।’
এমকে/টিকে