কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পান্নাউল্লাহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ফেলে পালিয়ে যান চালক।
নিহতরা হলেন- উপজেলার শম্ভুপুর গ্রামের হোসেন আলীর ছেলে অটোরিকশা চালক কাইয়ুম মিয়া ও নির্মাণ উপজেলার বাশঁগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে কাজে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক জুয়েল মিয়াসহ আরও দুইজন শ্রমিক। অটোরিকশাটি পার্শ্ব রাস্তা থেকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উঠার সময় ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অটোরিকশা চালক কাইয়ুম মিয়া। অপর দুই আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরআর