দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের মুক্তির সময়। মনোজ বাজপেয়ী নিজেই নিশ্চিত করেছেন, ২০২৫ সালের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতেই দর্শকদের সামনে হাজির হবে শ্রীকান্ত তিওয়ারির নতুন মিশন।
প্রথম দুই সিজনে দর্শকদের হৃদয় জয় করে নেওয়া এই স্পাই থ্রিলার এবার আরও বিস্তৃত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে উঠবে। সঙ্গে যোগ হচ্ছে সাইবার যুদ্ধের ছায়া। আগের সিজনের রহস্যময় ক্লিফহ্যাংগার এখনও ভক্তদের মনে দোলা দিয়ে চলেছে। তাই এবার কীভাবে জাতীয় নিরাপত্তা ও পারিবারিক জীবনের টানাপোড়েনে পড়ে শ্রীকান্ত—তা জানতেই মুখিয়ে আছেন সবাই।
পরিচালক রাজ ও ডিকের চমকপ্রদ পরিচালনায় নির্মিত এই সিরিজ ইতোমধ্যেই ভারতীয় গুপ্তচরধর্মী কনটেন্টের সংজ্ঞাই বদলে দিয়েছে। সিজন ৩-এর ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসের ঝড় বইছে। মনোজ বাজপেয়ীর ফিরে আসা মানেই যে এক নতুন রোমাঞ্চের সূচনা—তা বলাই বাহুল্য।
এই সিজনে একদিকে যেমন থাকবে টানটান উত্তেজনা ও অ্যাকশন, তেমনি থাকবে আবেগ আর বাস্তব জীবনের দ্বন্দ্ব। ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ যে ভারতের ওটিটি ইতিহাসে আরেকটি মাইলফলক ছুঁতে চলেছে, তা বলছেন বিশ্লেষকরাও।
এখন শুধু অপেক্ষা অফিশিয়াল ট্রেলার আর মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণার।
এফপি/টিকে