অনামের মৌসুমে রোমান্টিক কমেডির ছড়াছড়ির মধ্যেই আলাদা পথে হাঁটছে হৃধু হারুন ও প্রীতি মুখুন্ধনের নতুন ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। যেখানে প্রেম আর হাসির ভেতর লুকিয়ে আছে রক্ত, প্রতিশোধ আর টানটান উত্তেজনা। ফাজিল ফাজিলুদ্দিনের পরিচালনায় এই সিনেমা মুক্তি পাচ্ছে ২৯ আগস্ট।
এটি ফাজিলের পরিচালনায় প্রথম ছবি হলেও, প্রচারণা আর পোস্টারেই তিনি বুঝিয়ে দিয়েছেন—এটা কোনও সাধারণ প্রেমের গল্প নয়। রোমান্স ও কমেডির মোড়কে ছবির ভেতর রয়েছে অ্যাকশন থ্রিলারের জোরাল ছাপ, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
ছবির দুই মুখ হৃধু হারুন ও প্রীতি মুখুন্ধন দক্ষিণী ইন্ডাস্ট্রির উঠতি দুই তারকা। আন্তর্জাতিকভাবে প্রশংসিত হৃধু ও তামিল ছবিতে দ্রুত জনপ্রিয়তা পাওয়া প্রীতির রসায়ন নিয়েই এখন আলোচনার ঝড়। তবে তাদের অভিনয়ের চেয়েও বড় চমক—ছবির ধাঁচ। রোমান্স আর অ্যাকশনের এমন মিশেল দক্ষিণী ছবিতে এই সময়ের খুব কম দেখা যায়।
চিত্রগ্রহণে রয়েছেন ডন পল পি, সংগীত দিয়েছেন ইলেকট্রনিক কিলি আর অ্যাকশন দৃশ্য পরিচালনায় আছেন কালাই কিংস্টন। এ তিনজন মিলে তৈরি করেছেন এমন এক দৃষ্টিনন্দন আর তীক্ষ্ণ অভিজ্ঞতা, যা বড়পর্দায় দর্শকদের চমকে দিতে পারে।
অনামের এই উৎসবের মধ্যে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ হয়তো হতে চলেছে সবচেয়ে অপ্রত্যাশিত ব্লকবাস্টার। প্রেম, হাসি আর রক্তমাখা রহস্যে গড়া এই ছবির জন্য প্রস্তুত তো আপনি?
এফপি/ টিকে