লোকেশ কানাগারাজ যখনই নতুন প্রকল্পের ঘোষণা দেন, তা শুধু ছবি নয়, একটা ঘটনা হয়ে ওঠে। তবে এবার তিনি যা ঘোষণা দিলেন, সেটি নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হতে চলেছে। কারণ, তিনি হাতে নিচ্ছেন একটি সুপারহিরো ছবি, আর তাতে মুখ্য ভূমিকায় থাকছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
তামিল অ্যাকশন ঘরানাকে নতুন ভাষা দেওয়া লোকেশ এর আগে ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’ (LCU) দিয়ে গোটা ভারত মাত করেছেন। ‘কাইথি’, ‘ভিক্রম’, ‘লিও’-র মতো ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, বড় স্কেলে, টেকনিক্যালি সমৃদ্ধ, এবং আঞ্চলিক কনটেন্ট নিয়েও বিশ্ব মানের সিনেমা তৈরি সম্ভব। এবার সেই ভাবনাকেই আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাচ্ছেন লোকেশ।
সূত্র বলছে, ছবিটি শুধু ভারতীয় সুপারহিরো ঘরানার নয়, বরং এটি হবে একটি বৈশ্বিক সিনেমা অভিজ্ঞতা। লোকেশ ইতোমধ্যেই আন্তর্জাতিক টেক টিম ও অ্যাকশন কোরিওগ্রাফারদের সঙ্গে কথা চালাচ্ছেন। এর মাধ্যমে সুপারহিরো ঘরানায় ভারতের এক ‘মার্ভেল-মুহূর্ত’ এনে দিতে চান তিনি।
আর সেই প্রয়াসে আমির খানের যুক্ত হওয়া শুধুই এক তারকা জুটে যাওয়া নয়, বরং এটি এক দর্শনের মিলন। কারণ, আমির সবসময় স্ক্রিপ্ট ও চরিত্রকে প্রাধান্য দিয়ে কাজ বেছে নেন। তাঁর চরিত্রটি সম্পর্কে এখনো কিছু জানানো না হলেও, ইন্ডাস্ট্রিতে জল্পনা তুঙ্গে - এটি হতে পারে এমন এক সুপারহিরো যাকে ভারতীয় পর্দায় আগে দেখা যায়নি।
ছবিটির নির্মাণ শুরু হবে ২০২৬-এর মাঝামাঝি। শোনা যাচ্ছে, লোকেশ এই ছবিকে অন্তত তিনটি ভাগে নির্মাণের পরিকল্পনা করেছেন, যাতে ভারতের নিজস্ব একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়, যা আন্তর্জাতিক মান বজায় রেখেই বিশ্ববাজারে দাঁড়াতে পারে।
এমনকি লোকেশের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, প্রাথমিক চিত্রনাট্য শুনেই আমির খান রাজি হয়ে যান। লোকেশ যে কেবল অ্যাকশন নয়, গল্প বলাতেও পারদর্শী - সেটা আমির ভালোভাবেই জানেন। তাই এই পার্টনারশিপ ভারতীয় সিনেমার ভবিষ্যতের এক নতুন দিক উন্মোচন করতে পারে।
টিকে/