হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ‘পঞ্চায়েত’ অভিনেতা আসিফ খান। এরপর রবিবার তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। চিকিৎসার পর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তার শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা নিজেই। একটি পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন হওয়া অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
সিলিংয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘টানা ৩৬ ঘণ্টা এই একই জিনিস দেখতে দেখতে জীবনকে অনুভব করছি।
জীবনকে সহজভাবে নেওয়া উচিত নয়—কারণ জীবন একটাই। তোমার কাছে যা আছে তার মূল্য দিতে শেখো। তোমার আশপাশে যারা রয়েছে, তাদের সময় দাও। বোঝো, জীবনে কে বেশি প্রাধান্য পাওয়ার মতো এবং তাদের যত্নে রাখো।
জীবন আমাদের কাছে একটা অমূল্য উপহার।’
আরো একটি পোস্টে আসিফ লেখেন, ‘কয়েক ঘণ্টা ধরে আমি অসুস্থতার সঙ্গে লড়াই করছি। যে কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যদিও একটু সুস্থ হয়েছি এখন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমি আমার সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাতে চাই আমার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য ও আমাকে ভালোবাসা জানানোর জন্য আমি কৃতজ্ঞ।
আমি খুব তাড়াতাড়ি জীবনের চেনা ছন্দে ফিরব। ততক্ষণ আমাকে আপনাদের মনের মধ্যে রাখবেন।’
‘পঞ্চায়েত’ ছাড়াও ‘পাতাললোক’, ‘মির্জাপুর’-এর মতো ওয়েব সিরিজে দেখা গেছে আসিফ খানকে।
এমকে/টিএ