বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানোন্নয়নের জন্য ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবির কর্তারা। বৈঠকে বিপিএলের মান বাড়াতে কী করা যায়, সে বিষয়ে বিসিবি কর্তাদের নিজেদের মতামত জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।
২০১২ সালে আইপিএলের পর বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে আবির্ভূত হয়েছিল বিপিএল। গত ১২ বছরে টুর্নামেন্টটির মোট ১১টি আসর অনুষ্ঠিত হলেও বিপিএলের মান কমেছে অনেকাংশে। বিপিএলের অনেক পরে এসে গুণে-মানে এগিয়ে গেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ। অন্যদিকে, বিপিএল কলঙ্কিত হয়েছে অনিয়ম এবং অব্যবস্থাপনার ভয়াবহ অভিযোগে।
নতুন বিসিবি সভাপতি এবং বিপিএল চেয়ারম্যান আসার পর এবার নতুনভাবে বিপিএলকে সাজানোর কথা ভাবছেন। সেই চিন্তা থেকেই এবার বিপিএল শুরুর আগে সাবেক খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিকদের মতামত নিচ্ছে বিসিবি। গতকাল (১৫ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই সভা। বিসিবির আমন্ত্রণে প্রায় সব গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই সভায়।
বিসিবির পক্ষ থেকে সভায় ছিলেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম, মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এবং ক্রিকেট অপারেশন্সের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। বিপিএল নিয়ে তারা সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ নোট নিয়েছেন এবং পর্যালোচনা করেছেন।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহবুব আনাম জানান, আগের বিপিএলের সব বিতর্ক থেকে এবার বেরিয়ে আসতে চায় বিসিবি। সেই কারণেই ক্রিকেটার এবং সাংবাদিকদের কাছ থকে পরামর্শ নেয়া হয়েছে। দুই দলের কাছ থেকেই বেশ ভালো পরামর্শ এসেছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক।
বিপিএল প্রসঙ্গে ক্রিকেটার এবং সাংবাদিকদের কাছ থেকে আসা পরামর্শের সবগুলো বাস্তবায়ন করতে না পারলেও যেগুলো সংস্কার একদম জরুরি সেগুলো দ্রুতই করে ফেলার ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম। এছাড়া এবারের টুর্নামেন্ট শেষে সকল বিষয়ে একটা জবাবদিহিতার প্রথা চালুর কথাও জানিয়েছন বিসিবি পরিচালক।
ইউটি/টিএ