পুতিন একজন কঠিন মানুষ, অনেককে বোকা বানিয়েছেন: ট্রাম্প

ইউক্রেন ইস্যুতে সমঝোতায় আসতে রাশিয়াকে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি না হলে মস্কোর ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এ ঘোষণা পুতিন প্রশাসনকে হতাশা নয়, বরং স্বস্তিই দিয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার বিষয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দেবেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে শুরু হয় নানা জল্পনা। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে পশ্চিমা সামরিক জোট বা ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করে এ ইস্যুতে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, পুতিনের ওপর অসন্তুষ্ট তিনি। ফোনালাপে পুতিন যুদ্ধ বন্ধের কথা বললেও, বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। মস্কোকে ৫০ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না আসলে দেশটির ওপর শতভাগ সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। বলেন, ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে, তারাও এই শাস্তির আওতায় পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র প্রায় তিন হাজার ৫০০ কোটি ডলার খরচ করেছে। আমরা চাই এ যুদ্ধ বন্ধ হোক। এটা আমার যুদ্ধ ছিল না। এটা ছিল বাইডেনের যুদ্ধ। আমি বিশ্বকে এই যুদ্ধ থেকে বের করে আনতে চাই।

আর ন্যাটো মহাসচিব এক সাক্ষাৎকারে জানান, ট্রাম্পের এই শুল্ক পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিত। কারণ এটি শুধু রাশিয়াকে নয়, বরং দেশটির বাণিজ্য সহযোগী চীন, ভারত, এমনকি ব্রাজিলকেও চাপ দেবে। তার মতে, সেইসব দেশ এখন পুতিনকে ইউক্রেন ইস্যুতে সমঝোতার জন্য চাপ দেবেন।

এরপর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি এখন পুতিনকে আর বিশ্বাস করেন না। তবে রুশ প্রেসিডেন্টের প্রতি এখনো পুরোপুরি আস্থা হারাননি বলেও জানান তিনি। বলেন, ‘তার প্রতি আমি হতাশ। তবে তার সঙ্গে এখনো আমার কাজ বাকি আছে।’ পুতিনকে বিশ্বাস করেন কি না– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’

পুতিন সম্পর্কে ধারণায় পরিবর্তন আনতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া তাকে সহায়তা করেছেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন,
আমি ঘরে ফিরে ফার্স্ট লেডিকে (মেলানিয়া ট্রাম্প) বলেছিলাম, জানো আমি আজ ভ্লাদিমিরের (পুতিন) সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে দারুণ আলাপ হয়েছে। তা শুনে সে বললো, ওহ, সত্যি? কিন্তু এইমাত্র আরেকটি শহরে (ইউক্রেনের) হামলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন,
আমি বলতে চাই না তিনি (পুতিন) একজন ঘাতক। কিন্তু তিনি একজন কঠিন মানুষ। বছরের পর বছর ধরে এটা প্রমাণিত। সে অনেক মানুষকে বোকা বানিয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি, এনডিটিভি 

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভালো মানুষ, সুন্দর মানুষ, সত্যিকারের মানুষ-জিতুর তিন দর্শন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগে বরখাস্ত করাসহ যেসব পদক্ষেপ নিচ্ছে বিসিবি Nov 07, 2025
img
পাঁচ বলের খেলায় জীবনের মানে খুঁজলেন জিৎ Nov 07, 2025
img
নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি Nov 07, 2025
img
নতুন লুকে বনানীতে জনসমাগমে শাকিব Nov 07, 2025
img
ঐক্য ও দেশপ্রেমে জাতি সব বাধা অতিক্রম করতে পারে : চসিক মেয়র Nov 07, 2025
img
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাব: নাহিদ ইসলাম Nov 07, 2025
img
নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই : প্রেস সচিব Nov 07, 2025
img
বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির Nov 07, 2025
ভোলার বিভিন্ন মাছ ঘাটে বসছে সামুদ্রিক মাছের হাট Nov 07, 2025
রিজুর গান যেখানে মিশে আছে ভালোবাসা, সুর আর স্বপ্ন Nov 07, 2025
img
বয়স নয়, স্থবিরতাই বার্ধক্যের চিহ্ন: হৃতিক রোশন Nov 07, 2025
img
এক বছর পর ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কন্তে Nov 07, 2025
img
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ Nov 07, 2025
img
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ ৪ টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Nov 07, 2025
img
কোন সেলিব্রেটির বাগদানের আংটি সবচেয়ে দামী? Nov 07, 2025
img
ভোটের রাজনীতিতে প্রতিটি মানুষের ভোট মূল্যবান : জাহেদ উর রহমান Nov 07, 2025
img
শ্রীলীলার ক্যারিয়ারে নতুন মোড় ‘পরাশক্তি’ Nov 07, 2025
img
জাল নোটের উৎস অনুসন্ধানে সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি Nov 07, 2025
img
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির Nov 07, 2025