শিক্ষার্থীদের মান উন্নয়নে বাউবির সমন্বিত পরিকল্পনা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” শীর্ষক কর্মশালার সুপারিশসমূহ বাস্তবায়নে কৌশল নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় উপাচার্য বলেন, “একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে শিক্ষার্থী সেবার মানোন্নয়ন সম্ভব নয়। আমরা চাই না, কোনো শিক্ষার্থী বা অভিভাবক হয়রানির শিকার হোক। এজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।”

তিনি সংশ্লিষ্ট বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রসমূহকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় আরও বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস।

কর্মশালায় অংশগ্রহণকারী চারটি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে শিক্ষার্থী সেবা ও কাজের মান মূল্যায়নের ভিত্তিতে খুলনা আঞ্চলিক কেন্দ্রকে প্রথম পুরস্কার দেওয়া হয়। রংপুর, বরিশাল ও সিলেট আঞ্চলিক কেন্দ্রকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। উপাচার্য পুরস্কার তুলে দেন খুলনা আঞ্চলিক কেন্দ্রের পক্ষে এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আবু তালেব এবং রংপুর কেন্দ্রের পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী’র হাতে।

সভাটি পরিচালনা করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি চারটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালার সুপারিশ ও সমস্যাসমূহ উপস্থাপন করেন এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট স্কুল ও বিভাগসমূহকে দায়িত্ব প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, আইকিউএসি ও এসএসএস বিভাগের পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রকবৃন্দ, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ (পিপিডি) বিভাগের পরিচালক, আইসিটি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকরা- সরাসরি ও ভার্চুয়ালি।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সালাহকে নিয়ে কঠিন সিদ্ধান্তের পরামর্শ ওয়েন রুনির Nov 25, 2025
সিন্ধু ভারতের অংশ হবে রাজনাথের এমন মন্তব্যে তীব্র নিন্দা পাকিস্তানে/র Nov 25, 2025
দেশত্যাগে নিষেধাজ্ঞা ১৭ এনবিআর কর্মকর্তার Nov 25, 2025
ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চায় জার্মানি Nov 25, 2025
img
১০ মাসে সাড়ে ২৮ লাখ কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর Nov 25, 2025
গণমাধ্যমকে অনেকভাবে চেপে ধরার চেষ্টা করা হয় Nov 25, 2025
চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক Nov 25, 2025
সাংবাদিকদের একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন: মিলটন আনোয়ার Nov 25, 2025
পদত্যাগী বিচারকের মুখে মিস ইউনিভার্স বিতর্ক তুঙ্গে Nov 25, 2025
‘অ্যানিমেল’ সাফল্যের পর তৃপ্তি দিমরির নতুন চ্যালেঞ্জ Nov 25, 2025
সালাহকে বেঞ্চে বসানোর পরামর্শ রুনির Nov 25, 2025
img
‘এ’ ক্যাটাগরিতে স্থান পেল ৮১ সরকারি কলেজ Nov 25, 2025
img
শরীয়তপুরে নিরাপদ খাদ্য আইনে মামলা, দুই ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা Nov 25, 2025
img
অ্যামাজন প্রাইমে রাজের ‘ওমর’ Nov 25, 2025
img
১৮ পদে বেতন কাঠামো পরিবর্তনের উদ্যোগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের Nov 25, 2025
img
ক্লান্তিকে সাফল্যের মানদণ্ড মনে করা ভুল: প্রিয়াঙ্কা Nov 25, 2025
img
জীবনের আসল শিক্ষক ব্যর্থতা Nov 25, 2025
img
জামায়াত নেতার বক্তব্যে প্রমাণিত তারা নির্বাচনী ষড়যন্ত্রে ব্যস্ত : প্রিন্স Nov 25, 2025
img
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : সাকি Nov 25, 2025
img
নিজের কবর নিজে খুঁড়েছি : শেফালি শাহ Nov 25, 2025