লয়েড-ভিভ-লারার ‘ক্রাইসিস সামিট’

অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনকভাবে ২৭ রানে অলআউট হওয়ার পর টেস্ট ক্রিকেটে মারাত্মক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই বিপর্যয়ের পরই ক্যারিবীয় ক্রিকেটকে বাঁচাতে জরুরি বৈঠকে ডাক পেয়েছেন কিংবদন্তি তিন ক্রিকেটার ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সভাপতি ড. কিশোর শ্যালোর আমন্ত্রণে এই ‘ক্রাইসিস সামিট’-এ যোগ দেন তারা।

সাবেক বিশ্বজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড এই বৈঠকে স্পষ্ট করেই বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বাঁচাতে হলে তৃণমূল থেকে আন্তর্জাতিক ক্রিকেট পর্যন্ত প্রতিটি দিক খুঁটিয়ে দেখতে হবে।

সবকিছু নতুন করে মূল্যায়ন করা জরুরি।’

স্যাবাইনা পার্কে ২৭ রানে অলআউট হয়ে ওয়স্ট ইন্ডিজ এক বলের জন্য রক্ষা পেয়েছে ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের করা সর্বনিম্ন ২৬ রানের রেকর্ড থেকে। এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর লয়েডের মতে, এখনই সময় নতুন করে গোড়া থেকে পরিকল্পনা সাজানোর।

লয়েড বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান।

এই অঞ্চলকে এটি অনেক গৌরব এনে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব, এটিকে আবার জাগিয়ে তোলা। আমি সবসময় সাহায্যের জন্য প্রস্তুত।’

দলের ব্যাটিং দুর্বলতা নিয়েও কড়া সমালোচনা করেন লয়েড।

তার মতে, ব্যাটারদের ‘উইকেটের মূল্য’ বোঝা উচিত। তিনি বলেন, ‘আমাদের কয়েকজন ল্যারি গোমসের মতো ব্যাটার দরকার, যারা উইকেটে দাঁড়িয়ে লড়াই করবে। সুন্দর খেলার দরকার নেই, দরকার টিকে থাকার মানসিকতা।’

ব্যাটিং ছাড়াও মাঠের বাইরের সমস্যার দিকেও ইঙ্গিত দেন তিনি। ‘স্কুল, ক্লাব, ফার্স্ট-ক্লাস ক্রিকেট সবকিছুই এখন প্রশ্নের মুখে।

খেলোয়াড়দের মানসিকতা থেকে শুরু করে দেশের পিচ প্রস্তুতির মান, সবকিছুই পর্যালোচনার প্রয়োজন আছে।’

সিরিজে ব্যাট হাতে কিছুটা আলোর রেখা দেখিয়েছেন কেবল ব্র্যান্ডন কিং, যার গ্রেনাডায় ৭৫ রানের ইনিংস ছিল সিরিজের সর্বোচ্চ। বাকি সবাই ছিলেন একেবারে নিষ্প্রভ। কোচ ড্যারেন স্যামিও স্বীকার করেছেন, ব্যাটাররা দীর্ঘ ইনিংস খেলতে না পারলে দ্রুত রান তুলতে চায়। তবে ক্লাইভ লয়েডের মতে, তাতেও সফলতা আসবে না যদি ইনিংস গঠনের মূল চর্চা ও ধৈর্য না থাকে।
সবশেষ তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই অষ্টম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সামনে তাদের অপেক্ষা করছে ভারতের ও নিউজিল্যান্ডের কঠিন সফর।

এই কঠিন সময়ে ১৯৭৫ সালের বিশ্বকাপ জয়কে স্মরণ করে লয়েড বলেন, ‘৫০ বছর আগে আমরা বিশ্বসেরা ছিলাম। আজ আমাদের সেই ঐতিহ্য রক্ষা করতেই লড়তে হবে। এখনই সময় নতুন করে শুরু করার।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তান সিরিজেও বাংলাদেশ দলে ডাক পেলেন না সোহান Jul 17, 2025
img
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল Jul 17, 2025
img
‘তুই আয় এদিকে’, কাকে উদ্দেশ্য করে বললেন শিল্পা? Jul 17, 2025
img
রাজনীতিতে যারা ষড়যন্ত্র তত্ত্ব মাথায় নিয়েছে তারাই হারিয়ে গেছে : মুরাদ Jul 17, 2025
সন্তানের হক আদায় করছেন তো Jul 17, 2025
img
নির্বাচন নিয়ে ভেতরে-ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী Jul 17, 2025
তামিম সুপারস্টার হতে পারেন, আস্থা রাখলে এই দল অনেক দূর এগিয়ে যাবে; নাফিস ইকবাল Jul 17, 2025
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ দিয়েই শুরু শাকিব খানের নতুন ছবির প্রস্তুতি Jul 17, 2025
ঢাকার সব থানার সামনে মানববন্ধন কর্মসূচি এনসিপির Jul 17, 2025
যে কারণে সড়ক ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াত Jul 17, 2025
গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বললেন সোহেল তাজ Jul 17, 2025
ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা; গোপালগঞ্জে ফাঁদে পরলো এনসিপি: ব্যারিস্টার ফুয়াদ Jul 17, 2025
গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 17, 2025
img
যে কারণে বাংলাদেশ থেকে অধিক হারে নতুন শ্রমিক নিতে চায় জাপান Jul 17, 2025
এনসিপি মার খেয়েছে, বিএনপিও খেলো এভাবে চললে দুর্বল হয়ে যাবো: ব্যারিস্টার ফুয়াদ Jul 17, 2025
সাংবাদিক ইলিয়াসকে নিয়ে যা বললেন ইশরাক Jul 17, 2025
img
পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ Jul 17, 2025
img
গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো : নাহিদ ইসলাম Jul 17, 2025
img
মানিকগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে বাড়তি নিরাপত্তা Jul 17, 2025
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুরগিবাহী গাড়িতে আগুন Jul 17, 2025