যাঁদের বিয়ের দিনক্ষণ নিয়েই প্রথমে ছিল কটাক্ষ, বয়সের পার্থক্য নিয়ে হাসাহাসি, তাদের সম্পর্ক যে সময়ের পরীক্ষায় পাস করে আজও অটুট—তার জলজ্যান্ত প্রমাণ হলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।
প্রেম আর পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল উদাহরণ এখন এই দম্পতি। সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে এক সমুদ্রপাড়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সাদা বালিতে দাঁড়িয়ে নিক, আর খানিকটা পেছন থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন প্রিয়াঙ্কা। স্বামীর কোলে উঠে পড়েই ঠোঁটে ঠোঁট—এই মুহূর্তই যেন সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার এক ছোঁয়া বয়ে এনেছে।
তবে এই ভিডিও শুধুই রোম্যান্সে ভরা নয়, এটাও দেখিয়ে দেয় কী নিখাদ স্বাচ্ছন্দ্যে কাটছে তাঁদের সংসার। যদিও মুহূর্তের মধ্যে নিকের ভার সহ্য করতে কষ্ট হলেও, সামলে নেন প্রিয়াঙ্কা নিজেই। হাসিমুখেই যেন জানান দেন—এই সম্পর্কের ভার তাঁরা দু’জনেই মিলে বহন করেন।
সম্প্রতি মেট গালা-তে প্রিয়াঙ্কার হ্যাট বিতর্ক ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছিল। বিশেষত, শাহরুখ খানের উপস্থিতি আর স্ত্রীর টুপির কারণে বিরক্ত নিকের এক ঝলক দেখেই অনেকে বলেছিলেন—তাঁদের দাম্পত্যে নাকি ভাঙনের সুর! কিন্তু সেইসব কানাঘুষোকে পাত্তা না দিয়েই আবারও প্রমাণ করলেন, তাঁরা ঠিক কতটা গাঢ় বন্ধনে বাঁধা।
নিক নিজে একাধিকবার স্বীকার করেছেন, প্রিয়াঙ্কা তাঁর জীবনের কেন্দ্রবিন্দু। প্রতিটি কাজের পরতে পরতে স্ত্রীর পরামর্শ আর উপস্থিতি তাঁকে আত্মবিশ্বাস জোগায়। এমনকি তাঁদের একমাত্র কন্যা মালতিকেও শেখানো হচ্ছে—মাকে কীভাবে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়।
নিজেদের নিভৃত জীবনের এই ছোট্ট খণ্ডচিত্রের মাধ্যমে যেন তাঁরা আরও একবার জানিয়ে দিলেন—সিনেমার বাইরেও সত্যিকারের প্রেমে ভরা এক গল্প আছে, যার নাম নিক-প্রিয়াঙ্কা।
এসএন