অভিনয় দিয়ে টলিপাড়ায় নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন দেবচন্দ্রিমা সিংহরায়। ধারাবাহিক হোক বা ওয়েব সিরিজ, কিংবা বড়পর্দা—প্রতিটি ক্ষেত্রেই নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন তিনি। ঠিক সেই সময়েই এক নতুন সিদ্ধান্তে সকলকে চমকে দিলেন দেবচন্দ্রিমা। এবার অভিনয়ের পাশাপাশি শুরু করলেন শাড়ির ব্যবসা। মায়ের নামেই নিজের ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ইন্দিরা’।
এই নতুন উদ্যোগের কথা নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দেবচন্দ্রিমা। নতুন ব্র্যান্ডের ঘোষণা করে তিনি লিখেছেন, শাড়ির প্রতি তাঁর ভালোবাসা নতুন নয়। বরং ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক ছিল এই পোশাকের প্রতি। আর এবার সেই ভালোবাসাকেই রূপ দিচ্ছেন পেশায়।
অভিনেত্রীর কথায়, তাঁর রক্তে রয়েছে ব্যবসার ধারা। পারিবারিক পরিবেশই তাঁকে শিখিয়েছে ব্যবসা কীভাবে চালাতে হয়। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবার নতুন অধ্যায় শুরু করলেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর মা ও দিদিও।
এই মুহূর্তে দেবচন্দ্রিমার কেরিয়ার দৌড়ও কিন্তু থেমে নেই। অভিনয়ে তিনি এখন ব্যস্ত মুম্বইয়ের নানা কাজ নিয়ে। টলিউড পেরিয়ে হিন্দি বিনোদনের জগতেও নিজের ছাপ রাখতে শুরু করেছেন। কিন্তু অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ব্যবসার মতো ঝুঁকিপূর্ণ এক সিদ্ধান্ত কি ঠিক? দেবচন্দ্রিমা মনে করেন, অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই নয়, বরং নিজের স্বপ্ন পূরণ করতেই এই নতুন পথ বেছে নিয়েছেন তিনি।
দর্শকরা যেমন তাঁর অভিনয়ের অপেক্ষায়, তেমনই নতুন এই ব্যবসার প্রতিও আগ্রহ তৈরি হয়েছে অনেকের। এই দুই পথের সমন্বয়েই হয়তো ভবিষ্যতের এক অন্যরকম দেবচন্দ্রিমাকে দেখতে চলেছে দর্শক।
এসএন