ম্যানচেস্টার ইউনাইটেডে এন্টনির সময় শেষের পথে। নতুন কোচ রুবেন আমোরিম তাকে প্রাক-মৌসুম ক্যাম্পে না ডাকায় বিষয়টি এখন প্রায় নিশ্চিত। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’-এর তথ্য অনুযায়ী, এই উইঙ্গারকে এবারের গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত ইংলিশ ক্লাবটি।
২৫ বছর বয়সী এন্টনি এখনোর ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তিতে থাকলেও তাকে এই মৌসুমেই বিক্রি করতে প্রস্তুত দলটি। ইউরোপের অন্তত তিনটি শীর্ষ লিগ থেকে তার প্রতি আগ্রহ দেখা গেছে। প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেড ও ব্রাইটন ইতোমধ্যে যোগাযোগ করেছে, যদিও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি। ইউনাইটেড জানিয়ে দিয়েছে, ৫০ মিলিয়ন পাউন্ডের কমে তারা এন্টনিকে ছাড়বে না।
২০২২ সালে আয়াক্স থেকে রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডে কেনা অ্যান্টনি পারফরম্যান্সে হতাশ করেছেন। ইউনাইটেডের হয়ে ৯৬ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল ও ৫ অ্যাসিস্ট। তবে গত মৌসুমে ধারে রিয়াল বেতিসে খেলতে গিয়ে ২৬ ম্যাচে ৯ গোল ও ৫ অ্যাসিস্ট করে আবারো আলোচনায় আসেন তিনি। বুন্দেসলিগার লাইপজিগ ও বায়ার লেভারকুসেনও অ্যান্টনিকে পেতে আগ্রহী। তবে ইউনাইটেডের বড় অঙ্কের ট্রান্সফার মূল্য তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে, বেতিস আবারো ধারে নিতে চাইলেও ইউনাইটেড স্থায়ী বিক্রির পথেই হাটছে।
এন্টনিকে দলে নিতে আগ্রহী তিন লিগের অন্তত ৫ ক্লাব
ম্যানচেস্টার ইউনাইটেডে এন্টনির সময় শেষের পথে। নতুন কোচ রুবেন আমোরিম তাকে প্রাক-মৌসুম ক্যাম্পে না ডাকায় বিষয়টি এখন প্রায় নিশ্চিত। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’-এর তথ্য অনুযায়ী, এই উইঙ্গারকে এবারের গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত ইংলিশ ক্লাবটি।
২৫ বছর বয়সী এন্টনি এখনোর ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তিতে থাকলেও তাকে এই মৌসুমেই বিক্রি করতে প্রস্তুত দলটি। ইউরোপের অন্তত তিনটি শীর্ষ লিগ থেকে তার প্রতি আগ্রহ দেখা গেছে। প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেড ও ব্রাইটন ইতোমধ্যে যোগাযোগ করেছে, যদিও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি। ইউনাইটেড জানিয়ে দিয়েছে, ৫০ মিলিয়ন পাউন্ডের কমে তারা এন্টনিকে ছাড়বে না।
২০২২ সালে আয়াক্স থেকে রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডে কেনা অ্যান্টনি পারফরম্যান্সে হতাশ করেছেন। ইউনাইটেডের হয়ে ৯৬ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল ও ৫ অ্যাসিস্ট। তবে গত মৌসুমে ধারে রিয়াল বেতিসে খেলতে গিয়ে ২৬ ম্যাচে ৯ গোল ও ৫ অ্যাসিস্ট করে আবারো আলোচনায় আসেন তিনি। বুন্দেসলিগার লাইপজিগ ও বায়ার লেভারকুসেনও অ্যান্টনিকে পেতে আগ্রহী। তবে ইউনাইটেডের বড় অঙ্কের ট্রান্সফার মূল্য তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে, বেতিস আবারো ধারে নিতে চাইলেও ইউনাইটেড স্থায়ী বিক্রির পথেই হাটছে।
ইউটি/টিএ