হাইকোর্টের নির্দেশ মেনে টালিউডের পরিচালকদের সঙ্গে বৈঠকে বসলেন কলকাতার তথ্য-সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু। বৈঠকে টালিউডের একাধিক সমস্যা নিয়ে আলোচনা করেন পরিচালকরা।
টালিউডের স্টুডিও পাড়ার বিভেদ নিরসনে নির্মাতাদের দায়ের করা মামলায় এ বৈঠকের সিদ্ধান্ত দেন আদালত। বৈঠকের মূল উদ্দেশ্য টালিউডের বিভিন্ন সমস্যার সমাধানসহ চলচ্চিত্র নির্মাণ এবং মুক্তির সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা।
ভারতীয় সংবাদমাদ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৬ জুলাই) টালিউডের ১১ পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন সচিব শান্তনু বসু। এ বৈঠকে আলোচনার মাধ্যমে টালিউডের স্টুডিতে বিদ্যমান সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়।
বাদী হয়ে মামলা দায়ের করা পরিচালকদের পক্ষ থেকে অনিবার্ণ ভট্টাচার্য অনুপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন সুব্রত সেন, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, কিংশুক দে, বিদুলা ভট্টাচাৰ্য-সহ অনেকে।
বৈঠক শেষে সংবাদমাধ্যমে পরিচালকদের পক্ষ থেকে কথা বলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, আজ কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ আমাদের বক্তব্য শুনলেন মাননীয় সচিব। আমাদের বক্তব্যের উপরে তিনি খসড়া তৈরি করে জমা দেবেন আদালতে। বাকিটা বিচারকের হাতে।
বৈঠক প্রসঙ্গে নির্মাতা সুব্রত সেন বলেন, এত দিনে কোর্টের নির্দেশ পালন করা হলো। এই পদক্ষেপ ‘ইতিবাচক’ হিসেবেই দেখছি। বৈঠকে হাজির হওয়ার কথা ছিল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন।
হাই কোর্টের নির্দেশে এ বৈঠককে ‘ইতিবাচক’হিসেবে দেখছেন পরিচালকরা। তাদের দায়ের করা মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৩ জুলাই।
এসএন