আবারও আবেগ ছুঁয়ে গেলেন রাশ্মিকা মন্দান্না। ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রথম গান ‘হুই রে’ মুক্তি পাওয়ার পর থেকেই যেন প্রেমে পড়ছেন দর্শকরা—সুরে, কথায় আর রাশ্মিকার অনবদ্য প্রকাশে।
দীপ্ত প্রেমের গল্প নিয়ে আসছে রাশ্মিকা ও দীক্ষিত শেট্টি অভিনীত এই নতুন সিনেমাটি। তারই প্রথম ঝলক হিসেবে এসেছে এই গান, যা শুধু দৃষ্টিনন্দন নয়, বরং এক গভীর আবেগের স্রোত।
নিজেই জানিয়েছেন রাশ্মিকা, গানটি প্রথম শোনার পরই তাঁর মনে হয়েছে—“এটা যেন সময়ের ভিতর জমে থাকা এক মুহূর্ত।” এমন মন্তব্যেই স্পষ্ট, ‘হুই রে’ শুধুই একটি গান নয়, বরং সিনেমার হৃদয়।
চিত্রগ্রহণ থেকে শুরু করে গানের কথা, প্রতিটি অংশেই রয়েছে এক মায়াবী ছোঁয়া। প্রেমে পড়া, ভাঙা, আবার নিজেকে গুছিয়ে নেওয়া—এই গান যেন সেইসব অনুভূতির নিখুঁত অনুবাদ।
রাশ্মিকার প্রতি মুহূর্তের অভিব্যক্তি, তাঁর চোখের ভাষা, আর সেই সঙ্গে অপূর্ব সুর—সব মিলিয়ে এটি হয়ে উঠছে শ্রোতাদের নতুন প্রিয় গান।
‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমাটি ইতিমধ্যেই আলোচনায়, তবে ‘হুই রে’-এর পর সেই আগ্রহ যেন আরও দ্বিগুণ হয়েছে।
রাশ্মিকার নিত্য নতুন রূপ, তাঁর সিনেম্যাটিক আকর্ষণ, আর এই গানের আবেগ মিলিয়ে এখন ভক্তদের একটাই কথা—এই প্রেম কাহিনি ছুঁয়ে যাবে হৃদয়।
এসএন