রআইনি মতে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জাহির। বাড়িতে বিয়ে সেরেছিলেন তাঁরা। রাতে প্রীতিভোজের আসর বসেছিল মুম্বইয়ের এক রেস্তরাঁয়। এই বিয়েতে নাকি উপস্থিত ছিলেন না কুশ।
সোনাক্ষীর স্বামী জাহিরের সঙ্গে কেমন সম্পর্ক কুশের?
ভিন্ধর্মে বিয়ে নিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন সোনাক্ষী সিন্হা। জ়াহির ইকবালের সঙ্গে সাত বছরের প্রেম। কিন্তু পরিবারের তরফ থেকে নাকি তাঁদের সম্পর্ক প্রথম দিকে মেনেই নিতে চায়নি। অবশেষে গত বছর বিয়ে করেন তাঁরা। ধর্মীয় আচার ছাড়াই গাঁটছড়া বেঁধেছিলেন সোনাক্ষী ও জাহির। বাবা-মা মেনে নিলেও এই বিয়ে নিয়ে নাকি আপত্তি ছিল সোনাক্ষীর ভাই কুশ সিন্হার। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন কুশ।
আইনি মতে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জাহির। বাড়িতে বিয়ে সেরেছিলেন তাঁরা। রাতে প্রীতিভোজের আসর বসেছিল মুম্বইয়ের এক রেস্তরাঁয়। এই বিয়েতে নাকি উপস্থিত ছিলেন না কুশ।
ভিন্ধর্মে বিয়ে বলেই কি তিনি অনুপস্থিত ছিলেন? এমন নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু কুশ জানিয়েছেন,তিনি সেই দিন বিয়েতে উপস্থিত ছিলেন।
কুশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি বিয়েতে আসেননি, এই খবর গুজব মাত্র। কুশ বলেন, “কেউ যদি এই সব খবর ছড়াতে চায়, তা হলে এর পিছনে নিশ্চয়ই তাদের নিজস্ব উদ্দেশ্য রয়েছে। আমার এখানে সত্যিই কিছু করার নেই।” আর এক ভাই লব সিন্হা আসেননি সোনাক্ষীর বিয়েতে। সেই প্রসঙ্গে কুশ জানান, প্রত্যেকের নিজস্ব পরিস্থিতি ও অবস্থান থাকতেই পারে। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়।
কুশ জানিয়েছেন, তিনি সোনাক্ষীর সিদ্ধান্তকে সম্মান করেন। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সোনাক্ষীর। জাহিরে সঙ্গেও তাঁর সৌজন্যের সম্পর্ক রয়েছে এবং তাঁদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হয় বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। বিয়েতে ছিল না কোনও আতিশয্য। তবে সোনাক্ষী ও জাহির যে বিয়ে করে খুব খুশি তা মনে করেন তাঁদের অনুরাগীরা।
এমকে/টিএ