এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না: নাফিস ইকবাল

লিটন দাসের ব্যাটিং খুব সুন্দর, লিটন যখন ব্যাটিং করেন তখন শুধু দেখতেই ইচ্ছে করে! ছন্দে থাকা লিটনকে নিয়ে প্রায়শই এমন মুগ্ধতার কথা বলেন ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকরা। ডানহাতি ব্যাটারের ব্যাটিং যত সুন্দর অধারাবাহিক লিটনের ব্যাটিং যেন ঠিক ততোই ‘অসুন্দর’। ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকায় প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় ডানহাতি এই ব্যাটারকে। শ্রীলঙ্কা সফরের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি। নাফিস ইকবাল জানান, এত ট্রল সামলে ছন্দে ফেরাটা লিটনের জন্য সহজ ছিল না।

৫০ ওভারের ক্রিকেটে ছন্দে না থাকায় সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন না ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাশিত পারফর্ম না করেও শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক মেলে তাঁর। যা হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত তাই হয়েছে। সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে শূন্য রানে আউট হয়েছিলেন। রানখরায় থাকা ব্যাটারকে পরের দুই ম্যাচে একাদশেই নেয়নি বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও ভালো হয়নি তাঁর।

অধিনায়ক লিটন দলকে চাপে ফেলে আউট হয়েছিলেন ১১ বলে ৬ রান করে। এমন অবস্থায় সাদা বলের ক্রিকেটে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। সুযোগ পেয়েও ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনকে নিয়ে ট্রল হয়েছে ব্যাপকহারে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য নিজেকে মেলে ধরেন পুরনো ছন্দে ফিরে। এক চার ও ৫ ছক্কায় ১৫২ স্ট্রাইক রেটে খেলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস। লিটনের ওমন ইনিংসের দিনে শ্রীলঙ্কাকে ৯৪ রানে গুঁড়িয়ে বড় জয় পায় বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথম বলেই ফেরেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ওপেনারকে হারালেও ভড়কে যায়নি সফরকারীরা। ৫০ বলে ৭৪ রানের জুটিতে বাংলাদেশকে সামাল দিয়েছেন লিটন ও তানজিদ হাসান তামিম। কামিন্দু মেন্ডিসের বলে আউট হওয়ার আগে খেলেছেন ২৬ বলে ৩২ রানের ইনিংস। নেতৃত্বগুণ, ব্যাট হাতে পারফরম্যান্স ও উইকেট পেছনের কৃতিত্বে সিরিজসেরা হয়েছেন লিটন। দেশে ফেরার পর নাফিস জানান, তাদের আশা লিটন এমন ছন্দ ধরে রাখবেন।

জাতীয় দলের ম্যানেজার বলেন, ‘তার (লিটন দাস) জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে, যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভালো সময় পার করতে পারছিল না বাংলাদেশ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেননি নাজমুল হোসেন শান্ত। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ হার ও পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এমন অবস্থায় শ্রীলঙ্কাতেও টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারেন মেহেদী হাসান মিরাজ। এত বাজে সময়ের মাঝে টি-টোয়েনিট সিরিজ জয় ক্রিকেটার ও বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন নাফিস।

তিনি বলেন, ‘আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের ওপর, আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই জয়টা দেশের জন্য, প্লেয়ারদের জন্য বা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের ওপর, আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব।’

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জ ইস্যুতে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর Jul 18, 2025
img
ইতিহাস গড়ে আর্সেনালে অলিভিয়া স্মিথ, ভাঙলেন নারী দলবদলের রেকর্ড Jul 18, 2025
img
সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক: এরদোয়ান Jul 18, 2025
img
নো মেকআপ লুকে নেটিজেনদের সামনে ভাবনা Jul 18, 2025
img
পাকিস্তানে ভয়াবহ বন্যা, এক দিনে ৬৩ জনের প্রাণহানি Jul 18, 2025
img
রাজবাড়ীতে এনসিপির মঞ্চে তাসনিম জারা, 'ভাবি ভাবি' স্লোগানে মুখর পথসভা Jul 18, 2025
img
সমাবেশে নেতাকর্মীদের আনতে ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত Jul 18, 2025
img
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত Jul 18, 2025
img
হাঁটুর বয়সী নায়কের সঙ্গে প্রেমে কারিনা! Jul 18, 2025
img
ঢাকায় আজ হালকা বৃষ্টির আভাস Jul 18, 2025
img
যারা মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে, তারা এখন আমাদের দেশ ছাড়তে বলে : ইসহাক Jul 18, 2025
img
আজ মিলবে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট, পাবেন যেভাবে Jul 18, 2025
img
মিষ্টিমুখের পর পাপারাজ্জিদের বিধিনিষেধ জারি সিদ্ধার্থ-কিয়ারার Jul 18, 2025
img
শিরার সমস্যায় ভুগছেন ট্রাম্প: হোয়াইট হাউস Jul 18, 2025
img
ঢাকার সড়কে ম্যারাথন দৌড়ে অংশ নিলেন আসিফ মাহমুদ Jul 18, 2025
img
এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই, যেখানে সবার জন্য ইলেকট্রনিক কার্ড থাকবে : তাসনিম জারা Jul 18, 2025
img
ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৯ Jul 18, 2025
img
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নোয়াখালীতে এনসিপির মশাল মিছিল Jul 18, 2025
img
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ Jul 18, 2025
img
পশ্চিমাদের ওপর হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে : মেদভেদেভ Jul 18, 2025