ইতিহাস গড়ে আর্সেনালে অলিভিয়া স্মিথ, ভাঙলেন নারী দলবদলের রেকর্ড

চলতি বছরের জানুয়ারিতে নারী ফুটবলের দলবদলে বিশ্বরেকর্ড গড়া ১.১ মিলিয়ন ডলার পারিশ্রমিকে চেলসিতে যোগ দিয়ে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ডিফেন্ডার নাওমি গিরমা। ৬ মাসের মাথায় সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ। লিভারপুল থেকে তাকে ১.৩৪ মিলিয়ন ডলার পারিশ্রমিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল।

মাত্র ২০ বছর বয়সী এই কানাডিয়ান তারকার ফি অবশ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে একাধিক সূত্রের বরাতে সেই অঙ্কটা ১ মিলিয়ন পাউন্ড বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। যা নারী ফুটবলের দলবদলে সর্বোচ্চ পারিশ্রমিকের ইতিহাস। এতে যেমন আর্সেনাল বিশ্বরেকর্ড গড়েছে, তেমনি বড় অঙ্কের মুনাফা ঢুকেছে অলিভিয়া স্মিথের সাবেক ক্লাব লিভারপুলের পকেটে।

এর আগে এই কানাডিয়ান ফরোয়ার্ডের জন্য বেশ কয়েকটি বড় অঙ্কের প্রস্তাব এলেও তাতে সাড়া দেয়নি অলরেডরা। অলিভিয়ার বদৌলতে যে লাভ হবে তা নতুন করে লিভারপুলের স্কোয়াড সাজাতে বিনিয়োগে ভূমিকা রাখবে। আর্সেনালের কাছে এই ফুটবলারকে ছেড়ে দেওয়ার মাধ্যমে ক্লাবটির লাভ হয়েছে ৮ লাখ পাউন্ড। ২০২৪ সালের জুলাইতে অলিভিয়া স্মিথ পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ২ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। সেটি ছিল অলরেডদের নারী ফুটবলে রেকর্ড ফি।

২০১৯ সালে কানাডার নারী জাতীয় দলে মাত্র ১৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় অলিভিয়ার। লিভারপুলের হয়ে তিনি খেলেছেন ২৫ ম্যাচ, যেখানে ক্লাবের সর্বোচ্চ ৯টি গোল করেছেন। স্মিথের পারফরম্যান্স ও স্বল্প সময়ের অভিজ্ঞতায়ও বেশ মুগ্ধ আর্সেনাল। সে কারণে ক্লাবের ইতিহাসগড়া মুহূর্ত তৈরিতে তারা রাজি হয়ে যায়। যা মাত্র ২০ বছর বয়সেই অলিভিয়ার জন্য বিশ্বরেকর্ডগড়া পারিশ্রমিক পাওয়ার উপলক্ষ্য এনে দিয়েছে।

বিবিসির মতে, আর্সেনালে স্মিথের চুক্তি আপাতত চার বছরের জন্য। ইতিহাস গড়ে আর্সেনালে যোগ দেওয়ার পর অলিভিয়া জানান, ‘আর্সেনালে নাম লেখাতে পারাটা আমার জন্য অনেক বড় সুযোগ এবং সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ীদের হয়ে খেলার স্বপ্ন ছিল। সেটা পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত। এমিরেটস স্টেডিয়ামে সমর্থকদের সৃষ্ট আবহটা অবিশ্বাস্য, তাদের সামনে খেলার জন্য আর তর সইছে না।’ 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের Jul 18, 2025
img
নেপালের বিপক্ষে খেলবেন না হামজা-শমিত Jul 18, 2025
img
বুড়ো রাজনীতিবিদদের মতো আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না: নাহিদ ইসলাম Jul 18, 2025
img
ওয়ানডের বদলে টি-টোয়েন্টি চায় পাকিস্তান, নারাজ ওয়েস্ট ইন্ডিজ Jul 18, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই: সারজিস আলম Jul 18, 2025
img
টাঙ্গুয়ার হাওরের ‘সুনাম ক্ষুণ্ণ করে’ ফেসবুক পোস্ট, থানায় জিডি Jul 18, 2025
img
কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত: জাহিদ হোসেন Jul 18, 2025
'লো বাজেটের ফিল্মকে সুযোগ দেয়া না হলে ইনজাস্টিস করা হবে' Jul 18, 2025
'লো বাজেটের ফিল্মকে সুযোগ দেয়া না হলে ইনজাস্টিস করা হবে' Jul 18, 2025
'আলী' ছবির 'রোশনি' চরিত্র নিয়ে যা বললেন অভিনেত্রী Jul 18, 2025
সিটি কলেজের সমস্যা নিয়ে মুখ খুললেন শিক্ষার্থীর মা Jul 18, 2025
প্রাথমিক শিক্ষকদের ৪দফা দাবি; শহীদ মিনারে এক হয়েছে পুরো বাংলাদেশ Jul 18, 2025
যে ৫টি কারণে নামাজ কবুল হয় না | ইসলামিক জ্ঞান Jul 18, 2025
img
নিজের পড়ার টেবিলকেও আন্দোলনের ময়দান বিবেচনা করতে হবে : শিবির সভাপতি Jul 18, 2025
img
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ঝড়ের আভাস Jul 18, 2025
img
মুম্বাইয়ে বলিউড অভিনেত্রীর কাতারে জয়া আহসান Jul 18, 2025
img
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা Jul 18, 2025
img
ভিসায় তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা Jul 18, 2025
img
আজকের এ দিনে জুলাই যোদ্ধাদের সেবা দিতে যেয়ে নিহত হয়েছিলেন মুগ্ধ Jul 18, 2025
img
রামচরণের স্ত্রী উপাসনার ব্যতিক্রমী উদ্যোগ: দায়িত্ব নিলেন ১৫০টি বৃদ্ধাশ্রমের Jul 18, 2025