সালমান খানের ছবি মানেই ঈদের বড় আয়োজন—এটাই ছিল বলিউডের অলিখিত নিয়ম। তবে এবার ভাঙল সেই রেওয়াজ। ‘ব্যাটল অব গালওয়ান’ নামের বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক অ্যাকশন ড্রামা নিয়ে সালমান আসছেন বটে, তবে ঈদ নয়, ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের জানুয়ারি কিংবা জুনে।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সালমানের সঙ্গে আছেন চিত্রাঙ্গদা সিং। ছবি ঘিরে প্রত্যাশা তুঙ্গে থাকলেও ঈদ ২০২৬ (মে ২৭) মুক্তির পরিকল্পনা বাতিল করেছেন নির্মাতারা। কারণ একটাই—ঈদে হতে যাচ্ছে হেভিওয়েট সংঘর্ষ। একই সময়ে মুক্তি পাচ্ছে অজয় দেবগণের ধামাল ৪, ইয়াশ অভিনীত টক্সিক এবং সঞ্জয় লীলা বনসালির বিগ বাজেট ছবি লাভ অ্যান্ড ওয়ার, যেখানে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।
এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড়িয়ে ঝুঁকি নিতে নারাজ সালমান খান ও তার টিম। প্রযোজক মহল থেকে জানা গেছে, এর সঙ্গে overlaps করছে আইপিএল মৌসুমও, যা বক্স অফিসে প্রভাব ফেলতে পারে। তাই ঈদের বাজারে না গিয়ে নির্মাতারা ভাবছেন বছরের শুরু বা মাঝামাঝি কোনো ফাঁকা সময়ে ছবি মুক্তির।
সালমানের শেষ দুটি ছবি—সিকান্দার ও টাইগার ৩—প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। তাই ‘ব্যাটল অব গালওয়ান’ হতে যাচ্ছে তার জন্য এক বড় প্রত্যাবর্তনের মঞ্চ। যুদ্ধে পরিপূর্ণ গল্প, দেশপ্রেমের আবেগ ও অ্যাকশনধর্মী নির্মাণে ভর করে ছবিটি ঘিরে ভক্ত-সমালোচকদের আগ্রহ প্রবল।
ছবিটির মুক্তি ঈদে না হলেও, তার চারপাশে জমে উঠেছে আলোচনার ঘনঘটা। দীর্ঘদিন পর সালমানকে দেখা যাবে এক গাঢ় চরিত্রে, যা বক্স অফিসে নতুন করে ছাপ রাখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এফপি