নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ -এর পঞ্চম এবং চূড়ান্ত সিজনের টিজার প্রকাশ পেয়েছে। যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। তিন বছর অপেক্ষার পর ‘হকিন্স ক্রু’কে আবারও পর্দায় দেখা যাবে।
টিজারটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। টিজারের প্রতিটি ঝলক যেন দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে, চোখ ফেরানোই যেন দায়।
নেটফ্লিক্সের এই ব্লকবাস্টার সায়েন্স ফিকশন সিরিজের শেষ পর্ব চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে। ২০১৬ সালে প্রথম সিজন মুক্তির পর থেকেই ‘স্ট্রেঞ্জার থিংস’ বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নেয়।
আশি দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজে অ্যাডভেঞ্চারের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর উত্তেজনা। এতদিন ধরে দর্শকরা ইলেভেনের অসাধারণ শক্তি ও ক্ষমতা দেখেছেন। তবে নতুন টিজারের ঝলকে বোঝা যাচ্ছে, এবার আরও ভয়ংকর এবং শক্তিশালী কিছুর মুখোমুখি হতে চলেছে হকিন্সের বাসিন্দারা।
অ্যাকশন-প্যাকড এই সিরিজের আগের চারটি পর্ব দর্শক দারুণভাবে উপভোগ করেছেন। এবার শেষ পর্বে হকিন্স শহরে আরও চাঞ্চল্যকর ঘটনাপ্রবাহ দেখা যাবে, যার খানিকটা আভাস টিজারে তুলে ধরা হয়েছে। এটি দেখে অনুমান করা যাচ্ছে, নতুন সিজনে দর্শকদের জন্য কী কী চমক অপেক্ষা করছে।
‘স্ট্রেঞ্জার থিংস’ পঞ্চম সিজনে বরাবরের মতো অভিনয় করবেন মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ড, গ্যাটেন মাতারাজ্জো সহ পরিচিত সব তারকারা। সিরিজের শেষ এই কিস্তি কেমন হবে, তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের দর্শক।
এসএন