ঘুরতে গেলে গন্তব্যের চেয়েও বড় হয়ে ওঠে মুহূর্তগুলো। আর সেই মুহূর্তগুলোই যেন বারবার রঙিন হয়ে ধরা দেয় সাইফ-কারিনার সফরে। বলিউডের নবাব-নবাববেগম অর্থাৎ সাইফ আলি খান ও কারিনা কাপুর খান—যাঁদের জীবনে ছুটি মানেই বিদেশভ্রমণ, সৈকত আর সন্তানদের সঙ্গে সময় কাটানো। জন্মদিন হোক বা উৎসব, ব্যস্ত শিডিউলের ফাঁকে তারা যে বিদেশ সফরে বেরিয়ে পড়বেন, তা যেন আগেই লেখা থাকে! এবারও তার ব্যতিক্রম হল না।
এবার দুই সন্তান তৈমুর ও জেহ-কে নিয়ে ইউরোপ সফরে গেছেন তাঁরা। গন্তব্য—সৌন্দর্যের স্বর্গ, গ্রিস। আর সেখান থেকেই ইনস্টাগ্রামে ধরা দিলেন বেবো একেবারে ‘লুঙ্গি ডান্স’ মুডে! হ্যাঁ, ঠিকই পড়ছেন—বিকিনির সঙ্গে স্কার্ট স্টাইলে লুঙ্গি পরে রীতিমতো আগুন ছড়ালেন কারিনা।
বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে কারিনার গায়ে হলুদ রঙের হট বিকিনি, আর তার উপর স্কার্টের মতো প্যাঁচানো লুঙ্গি। ব্যাস, নেটিজেনদের চোখ যেন আটকে গেল সেখানে! কেউ প্রশংসায় পঞ্চমুখ—“এই বয়সেও এতটা গ্ল্যামারাস!”, কেউ আবার বলছেন, “প্রিয়াঙ্কা নয়, কারিনাই আসল দেশি গার্ল!” যদিও বিপরীত মতও উঠেছে—“শুধু লুঙ্গি পরলেই কি দেশি গার্ল হওয়া যায়?”
তবে বেবো কিন্তু পুরোদস্তুর মজায় মশগুল। ক্যাপশনে লিখেছেন—“গ্রিসের সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হল। সকলেরই পরে দেখা উচিত!” বলিউডে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির পর শাহরুখের সেই বিখ্যাত লুঙ্গি ডান্স যেন রীতিমতো ট্রেন্ড হয়েছিল। আর এবার সেই ট্র্যাডিশনকেই আন্তর্জাতিক রূপ দিলেন কারিনা।
প্রসঙ্গত, এই বছরের জানুয়ারিতেই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সাইফ-কারিনা। বান্দ্রার শদগুরু শরণে সাইফের উপর হওয়া হামলায় অভিনেতাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। সেই ধাক্কা কাটিয়ে আবারও জীবনের রং ধরছে তাঁদের ছবিতে।
দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন উপভোগ করছেন নবাবদম্পতি। বলিউডে দুই দশকের বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রাখা কারিনা কাপুর খান শুধু একজন অভিনেত্রী নন—তিনি মা, স্ত্রী, নবাব পরিবারের বউমা এবং একইসঙ্গে গ্ল্যামারের আইকন। বয়স চল্লিশ পেরোলেও তাঁর স্টাইল সেন্স আজও ট্রেন্ডসেটিং।
এবার বিকিনি আর লুঙ্গির যুগলবন্দিতে কারিনা আবারও প্রমাণ করলেন—তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। দেশ হোক বা বিদেশ—নবাববেগম জানেন, কীভাবে নজর কেড়ে নিতে হয়!
এসএন