ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে চট্টগ্রাম শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে বলে দাবি করেছে বিএনপি। এসব মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় দলটি।
বিবৃতিতে রিজভী বলেন, ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। সারা দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক! বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে শহরটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এ ধরনের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।
বিবৃতিতে বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসঙ্গে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানায়। এ ছাড়া বিএনপি চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে।
ইউটি/এসএন