সমাবেশস্থলের সব প্রস্তুতি শেষ, ‘ইতিহাস রচনার’ প্রত্যয় ঘোষণা করেছে জামায়াত

রাত পোহালেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এ লক্ষ্যে সমাবেশস্থলের সব প্রস্তুতি শেষ করেছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যান এখন জনসমুদ্রের অপেক্ষায়। ঢাকা ও ঢাকার বাইরে থেকে দলে দলে আসতে শুরু করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মাঠের চারপাশে টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন, মঞ্চের সামনে সাজানো সারি সারি চেয়ার, টয়লেট, পানির কল, জায়ান্ট স্ক্রিন—সবই প্রস্তুত।

দলটির আশা, শনিবারের জাতীয় সমাবেশে অন্তত ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। আর এ সমাবেশকে কেন্দ্র করেই ‘ইতিহাস রচনার’ প্রত্যয় ঘোষণা করেছে জামায়াত।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার (২০ জুলাই) অনুষ্ঠেয় এই সমাবেশ ঘিরে রাজধানীতে বিরাজ করছে এক ধরনের রাজনৈতিক উত্তাপ। সমাবেশ সফল করতে মাঠজুড়ে গত এক মাস ধরে চলেছে নিরবচ্ছিন্ন প্রস্তুতি।

ভ্যাপসা গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন বালু ফেলা, পানি নিষ্কাশন, চেয়ার বসানো, অস্থায়ী টয়লেট ও পানির কল স্থাপন, জায়ান্ট স্ক্রিনের সংযোগসহ নানা খাতে। জানা গেছে, উদ্যানজুড়ে বসানো হয়েছে পাঁচ শতাধিক অস্থায়ী টয়লেট এবং অজুর জন্য এক হাজারের বেশি পানির কল।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষ যোগ দেবেন। তাদের সুবিধার্থে প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবাব্যবস্থাও। এলাকা জুড়ে বসানো হয়েছে ৫০টির বেশি এলইডি স্ক্রিন এবং ৪০০টির বেশি মাইক। মঞ্চের পাশে অতিথি ও নেতাদের জন্য বসানো হয়েছে ৬০০ চেয়ার।

নিরাপত্তা নিশ্চিতে মাঠের ভেতরে ও বাইরে বসানো হয়েছে মনিটরিং সেল। প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক আটটি বিভাগের অধীনে দায়িত্ব পালন করবেন। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে দলটি। ঢাকার বাইরের অংশগ্রহণকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে বাস ড্রপিং পয়েন্ট।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে। রাজধানীবাসীর কোনো ভোগান্তি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।" তিনি যানজটের কারণে নাগরিকদের দুঃখভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ করেন এবং সহযোগিতাও কামনা করেন।

শুক্রবার বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে আসেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আপনারা সংবাদকর্মীরা আমাদের খবর দেশ-বিদেশে পৌঁছে দিচ্ছেন, এজন্য কৃতজ্ঞ। আশা করি, আপনারা আমাদের এই ঐতিহাসিক আয়োজনে সহযোগিতা করে যাবেন।"

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি তাঁর ভাষণে ‘ঐক্যের ডাক’ দেবেন এবং কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন।

দীর্ঘ এক মাসের প্রস্তুতির পর এখন সবার অপেক্ষা শনিবারের ঐতিহাসিক সমাবেশ ঘিরে নতুন কোনো বার্তা কী আসে রাজনীতির মাঠে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : এলডিপি মহাসচিব Jul 19, 2025
img
বাংলাদেশ সরকারের কাজের প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট Jul 19, 2025
img
কিছু বিকৃত মস্তিষ্কের লোক ছাত্রদের দল গঠনের বুদ্ধি দিয়েছে : অলি আহমদ Jul 19, 2025
img
পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চায় না বিএনপি Jul 19, 2025
হলফনামায় শেখ হাসিনার মি'থ্যা তথ্য, ব্যবস্থা নেয়ার সুযোগ নেই ইসির Jul 19, 2025
img
মুজিববাদের কবর দিতে গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই : এ্যানি Jul 19, 2025
বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে সরকারকে ‘নজিরবিহীন’ বললো স্পেসএক্স Jul 19, 2025
‘হিরোস উইদাউট কেপস’ ডকুমেন্টারি: জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র Jul 19, 2025
img
জামালপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Jul 19, 2025
img
বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে চালু, রিসেলার বিএসসিএল Jul 19, 2025
img
দলীয় উন্নয়নেই মনোযোগ, আজও দ্বিতীয় সারির দল পাঠাবেন বাটলার Jul 19, 2025
img
পাকিস্তানের ইরানি দূত এখন এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড Jul 19, 2025
img
এসি মিলানে মডরিচ, ফিরে গেলেন ছোটবেলার প্রেমে Jul 19, 2025
img
সমাবেশের আগেই সোহরাওয়ার্দীতে জড়ো জামায়াতকর্মীরা Jul 19, 2025
img
ক্ষমা নয়, কিসাসই চূড়ান্ত, ইয়েমেনি পরিবার অনড় নিমিশার মৃত্যুদণ্ডে Jul 19, 2025
img
দুবাইফেরত ৩ যাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকার পণ্য জব্দ Jul 19, 2025
img
ঘরের মাঠে গায়ানার চ্যালেঞ্জ, টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে রংপুর Jul 19, 2025
img
বাংলাদেশি নৌকা কিনবে আলজেরিয়া, আগ্রহী বিনিয়োগে Jul 19, 2025
img
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে ‘উইদাউট আওয়ামী লীগ’:হাসনাত আবদুল্লাহ Jul 19, 2025
img
ধানমন্ডি ৩২ নম্বরে চাপাতি হাতে প্রকাশ্যে ছিনতাই Jul 19, 2025