আরও একবার গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। এবার তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর পাবে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ নাকি প্রথম শিরোপা জিতবে ঘরের দল গায়ানা?
টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল রংপুর রাইডার্স। সাথে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। সর্বশেষ আসরে টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর। এবার ৩ জয়ের পাশাপাশি ১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ৩টি জয়ই এসেছে একদম শেষ মুহূর্তে। তবে এসেছে তো। এছাড়া গায়ানা এবার যে একটি ম্যাচ হেরেছে তাও রংপুরের বিরুদ্ধেই।
সব মিলিয়ে রংপুরকে আপনি ফেভারিট ভাবতেই পারেন। তবে ঘরের মাঠে গায়ানা নিশ্চিতভাবেই ছেড়ে কথা বলবে না। দলের অধিনায়ক ইমরানের তাহিরের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ডরা। রংপুরের নুরুল হাসান সোহান, কাইল মেয়ার্স, খালেদ আহমেদদের থামাতে সব চেষ্টাই করবে গায়ানা।
ফাইনালের লড়াইটা ফাইনালের মত হবে বলেই আশা করা যাচ্ছে। বাংলাদেশ সময় ভোর ৫টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
রংপুর রাইডার্স : ইবরাহিম জাদরান, সৌম্য সরকার, কাইল মেয়ার্স, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, রাকিবুল হাসান, খালেদ আহমেদ, তাবরাইজ শামসি।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স : জনসন চার্লস, এভিন লুইস, রহমানউল্লাহ গুরবাজ, শিমরন হেটমায়ার, মঈন আলী, শেরফান রাদারফোর্ড, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, ডেভিড ভিসা, ডুয়েইন প্রিটোরিয়াস, ইমরান তাহির (অধিনায়ক)।
এফপি/টিএ