অনূর্ধ্ব-২০ নারী সাফের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে হারায় ৩-২ গোলে। এর পর থেকেই সেরা খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে দ্বিতীয় সারির দল খেলানো শুরু করেন পিটার বাটলার। দুই লেগের এই আসরে ভুটানের বিপক্ষে দুই ম্যাচেই আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তাররা শুরুর একাদশে ছিলেন না।
দুই ম্যাচই অবশ্য জিতেছে বাংলাদেশ। আজ পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও দ্বিতীয় সারির দল নামাবেন বলেই জানিয়েছেন বাটলার।
আজও বেঞ্চের পরীক্ষা নেবেন বাটলার‘সবাইকে খেলার মধ্যে রাখতে পারা খুবই ইতিবাচক দিক। এই টুর্নামেন্ট জেতার চেয়ে উন্নতিতে চোখ আমাদের।
এ কারণে ২৩ জনকে ঘুরিয়েফিরিয়ে খেলাচ্ছি। আগামীকাল (আজ) যেমন তৃতীয় গোলরক্ষক সোনালী আক্তারকে সুযোগ দেব’, বলেছেন বাটলার। আসরে এখন পর্যন্ত ২২ জন ফুটবলার মাঠে নামার সুযোগ পেয়েছেন। সোনালী আজ খেললে ২৩ জনেরই খেলার চক্র পূরণ হয়ে যাবে; যেটা দেশের ফুটবলে বিরলই বটে।
টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। আজ দিনের প্রথম ম্যাচে ভুটানের কাছে নেপাল পয়েন্ট হারালে আর শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারালেই চ্যাম্পিয়ন হবে বাটলারের দল। যদি নেপাল ও বাংলাদেশ নিজ নিজ ম্যাচে জিতে যায় তাহলে শেষ রাউন্ডে এই দুই দলের লড়াইয়ে নিষ্পত্তি হবে শিরোপা।
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে টানা জয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশের নারী ফুটবলাররা।
এফপি/টিএ