কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরও এক সহপাঠী। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাজিতপুর-সরারচর আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোররা হলো- পশ্চিম কুতুবপুর গ্রামের মো. কদর মিয়ার ছেলে মো. সিফাত (১৫) ও সৌদি প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে মো. হৃদয় মিয়া (১৬)। গুরুতর আহত আমির হামজা (১৭) একই গ্রামের সৌদি প্রবাসী মো. গেনু মিয়ার ছেলে। তিনজনই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সিফাত, হৃদয় ও হামজা একটি মোটরসাইকেলে করে বাজিতপুর শহরের দিকে যাচ্ছিলেন। পৈলানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সিফাত ও হৃদয়ের অবস্থা সংকটাপন্ন দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আহত আমির হামজা বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হাসানের সরকারি মোবাইল নাম্বারের একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
হালিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালমা আক্তার বলেন, 'পৈলানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'
কেএন/টিএ