জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজারের সমাবেশ ঘিরে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে শহরে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় শহীদ দৌলত ময়দানে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
দুপুরের পর থেকেই কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য।
টার্মিনাল, কলাতলী, রিংরোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
এর মধ্যেই কক্সবাজারে পৌঁছে একটি হোটেলে অবস্থান করছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা।
সমাবেশস্থলে উপস্থিত আছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, সমাবেশ ঘিরে শহরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। বিকেলের সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
এসময় তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এটা গোপালগঞ্জ না, এটা কক্সবাজার। গোপালগঞ্জের হিসাব যেন এখানে মাথায় না আসে।
টিকে/