ভিয়েতনামে পর্যটনবাহী নৌকা ডুবে নিহত ৩৪

ভিয়েতনামের নীল-সবুজ জলরাশি আর চুনাপাথরের দ্বীপের জন্য ব্যাপক জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকা উল্টে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নৌকা উল্টে যাওয়ার এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার জনপ্রিয় হা লং বে দ্বীপের পর্যটন এলাকায় একটি নৌকা উল্টে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।

দেশটির সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ওই এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে নৌকাটি উল্টে যায়। সেই সময় নৌকাটিতে ৪৮ জন পর্যটক ও ৫ জন কর্মী ছিলেন।

নৌকাটির যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন; যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করেছেন। একই সঙ্গে সেখান থেকে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’

হা লং বের এই দুর্ঘটনায় এখনও অন্তত ৮ পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে রাতেও উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। হা লং বেতে কাজ করা ট্র্যান ট্রং হুং ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুপুরের দিকে দ্বীপে আকস্মিক ঝড় শুরু হয়। দুপুর ২টার দিকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

তিনি বলেন, ওই সময় ব্যাপক বজ্রপাত ও প্রবল বৃষ্টির সঙ্গে বড় বড় শিলাবৃষ্টি হচ্ছিল। এসব শিলার আকার ছিল আঙুলের মতো।

উদ্ধারকৃত ১০ বছর বয়সী এক শিশু ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনামনেটকে বলেছে, আমি গভীর শ্বাস নিয়ে একটা ফাঁকা জায়গা দিয়ে সাঁতার কেটেছি। এরপর ডুব দিয়ে তিরের কাছাকাছি এলাকায় পৌঁছে চিৎকার করেছি। তখন এক নৌকা থেকে আমাকে টেনে তোলা হয়, সেখানে সৈন্যরা ছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

শনিবার উত্তর ভিয়েতনামের হ্যানয়, থাই নগুইয়েন এবং বাক নিন প্রদেশেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। রাজধানী হ্যানয় থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে হা লং বে এলাকাটির অবস্থান। রাজধানীতেও ঝোড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়েছে।

এই ঝড়ের আগে দেশটিতে টানা তিন দিন ধরে প্রচণ্ড গরম ছিল। কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দেশটির জাতীয় আবহাওয়াবিষয়ক পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভ্যান খিয়েম ভিএনএক্সপ্রেসকে বলেন, দক্ষিণ চীন সাগরে অবস্থান করা গ্রীষ্মকালীন ঝড় উইফার প্রভাবে এই বজ্রঝড় হয়নি।

ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দ্বীপের নীল-সবুজ জলরাশি আর গভীর বনাঞ্চলে চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে যান। গত বছর টাইফুন ইয়াগির আঘাতে হা লং বের উপকূলীয় কোয়াং নিং প্রদেশে অন্তত ৩০টি নৌকা ডুবে যায়।

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

দুই ভাইয়ের ঘরে এক স্ত্রী, আলোচনায় ব্যতিক্রমী ঘটনা Jul 20, 2025
img
খুলনা ও বরিশালে সোমবার থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি সেবা Jul 20, 2025
img
ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা Jul 20, 2025
img
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮৩ জন Jul 20, 2025
সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন আসামি হাজির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে Jul 20, 2025
সমাবেশের অসুস্থতা কাটিয়ে দায়িত্বপালনে খুলনা যাচ্ছেন ডা. শফিকুর রহমান Jul 20, 2025
img
জাতীয় সমাবেশে যোগ দিতে এসে নেতাকর্মীর মৃত্যু, গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Jul 20, 2025
img
দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৪ জন Jul 20, 2025
img
ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করতে কমিটি গঠনে হাইকোর্টের রুল জারি Jul 20, 2025
img
রংপুর সিটি করপোরেশনকে মৃত ঘোষণা করে গায়েবানা জানাজা Jul 20, 2025
img
একই দিনে কি মুক্তি পাচ্ছে ‘দ্য রাজা সাব’ ও ‘ধুরন্ধর’? Jul 20, 2025
img
হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পদ যুক্তরাজ্যে, তদন্তে নেমেছে এনসিএ Jul 20, 2025
মদের নেশায় মারামারি, ফের শিরোনামে নোবেল Jul 20, 2025
img
কেয়ামত পর্যন্ত জামায়াত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর Jul 20, 2025
img
‘উস্তাদ ভগত সিং’-এ প্রথমবার দেখা যাবে পবন-রাশি জুটি Jul 20, 2025
img
এক মাসের প্রস্তুতি, বিরামহীন প্রচারণা! জামায়াতের ব্যয়বহুল সমাবেশের নজির Jul 20, 2025
img
নব্বইয়ের অসমাপ্ত রাম চরিত্রে সালমান নয়, রামের ভূমিকায় অবশেষে রণবীর! Jul 20, 2025
img
নির্বাচনের মুখে জাপান, প্রধানমন্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা Jul 20, 2025
img
ফিলার্স সরিয়ে বিপাকে উর্ফী,ঠোঁট ফুলে ঢোল Jul 20, 2025
img
অসুস্থ জামায়াত আমিরকে দেখতে তার বাসায় গেছেন ধর্ম উপদেষ্টা Jul 20, 2025