একই ব্যক্তি তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকায় বাংলাদেশে কখনও বিকল্প নেতৃত্ব তৈরি হয় না: আদিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কখনও বিকল্প নেতৃত্ব তৈরি হয় না। কারণ যখনই যে দল ক্ষমতায় আসে সেই দলের প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান —এই তিনটি গুরুত্বপূর্ণ পদই এক ব্যক্তির হাতে থাকে। এতে করে দল ও রাষ্ট্রের মধ্যে নেতৃত্বের ভারসাম্য নষ্ট হয়।

রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের আলোচনা শেষে কথা বলেন তিনি।

আদিব বলেন, একই ব্যক্তি রাষ্ট্রের নির্বাহী বিভাগেরও প্রধান, দলের প্রধান ও আইন বিভাগে প্রভাবশালী হলে তিনি নিজের দলের আদর্শ অনুযায়ী সংবিধানের মূলনীতিতেও হস্তক্ষেপ করতে পারেন। ফলে বিকল্প নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ থাকে না। যার ফলে একটা দলে কোনো নেতা সেই দলের প্রধান হবে সেই চিন্তাও করতে পারে না। উদহারণের ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির নেতা সালাহউদ্দিন ভাই বলেছেন, যুক্তরাজ্যে একই ব্যক্তি থাকতে পারেন, কিন্তু আপনারা কি দেখেছেন যুক্তরাজ্যে বিকল্প কে আসছেন সেই প্রশ্ন উঠেছে?

তিনি বলেন, আমাদের দেশে পূর্বে ছিল শেখ হাসিনার বিকল্প নাই, খালেদা জিয়ার বিকল্প নাই, কিংবা এখন বলা হবে তারেক রহমানের বিকল্প নাই। রাষ্ট্রকে চালানোর জন্য তিনি একমাত্র যোগ্য। এখন বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটি কি? প্রক্রিয়াটা যেন বন্ধ না হয়, সে জন্য আমাদের প্রস্তাব হচ্ছে দলের প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা আলাদা হবে।

এনসিপির এই নেতা বলেন, অর্থাৎ দলের প্রধান যখন প্রধানমন্ত্রী হবেন তখন দলের প্রধান আরেকজনকে দেবেন। কিন্তু এখানে যদি দলের সহকর্মীর প্রতি এটুকু বিশ্বাস না থাকে, যে দলের প্রধান হলে তার বিকল্প তৈরি হয়ে যাবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হওয়ার পরে দলের প্রধানের পদ নিতে পারবে না। তাহলে যেটা হয় বিকল্প নেতৃত্ব তৈরি হয় না। ফলশ্রুতিতে বাংলাদেশের যেটা হয় আমাদের বাংলাদেশে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তারা কখনও প্রধানমন্ত্রী তো দূরের কথা এমপি হওয়ারও স্বপ্ন দেখতে পারে না, স্বপ্নটা সর্বোচ্চ মনোনয়ন পাওয়ার মধ্যে থাকে। কারণ নমিনেশন যে দিয়ে থাকেন তিনি প্রধানমন্ত্রী থাকেন, তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না, কোনো প্রস্তাবনা দিতে পারেন না।

আদিব বলেন, আগামীর বাংলাদেশে একাধিক বিকল্প যারা নেতৃত্ব দিতে পারবেন, যোগ্য হতে পারবেন, তারা যদি স্বপ্নই দেখতে না পারেন, যে একটা দলের প্রধান হবেন। এটা বাংলাদেশের জন্য দুঃখজনক। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, সিপিবি বলেন, অধিকাংশ দলের প্রধান ২০ থেকে ৩০ বছর দলীয় প্রধান থাকেন। সিপিবির যে প্রধান ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম তিনি ৯০ থেকে ২০২২ পর্যন্ত প্রধান ছিলেন। ঠিক তাদের বিপরীত আদর্শের জামায়াতে ইসলাম তাদের মতিউরহমান নিজামী টানা ১৭ বছর দলের প্রদান ছিলেন। আওয়ামী লীগ বিএনপি তো ১৯৮১ সাল থেকে টানা ৪৫ বছর ধরে একই ব্যক্তি আছে। ফলে বিকল্প নেতৃত্ব তৈরি হয় না। আর জাতি যখন সংকটে পরে তখন বলে বিকল্প কে, বিকল্পকে প্রশ্নটা আসে।তাই আমরা মনে করি, রাজনৈতিক দলগুলো আগামীর বাংলাদেশের জন্য আমাদের প্রস্তাব মেনে নেবে।

আদিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য একটি বাছাই কমিটি হবে, পাঁচ সদস্যের হতে পারে। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় প্রধান, স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদে যে দল তৃতীয় অবস্থানে থাকবে সেখান থেকে একজন। মোট পাঁচজনের একটি বাছাই কমিটি হবে। প্রধান উপদেষ্টার প্রস্তাবনার ক্ষেত্রে সরকার দল বিরোধী দল এবং তৃতীয় দল ৩ থেকে ৫ জন করে নাম প্রস্তাব করবেন। সংখ্যা কমিয়ে সবশেষ যেটা আসছে সরকার দল তিনটি, বিরোধী দল তিনটি এবং তৃতীয় দল তারা ২টি নাম প্রস্তাব করবেন। ৮ জনের মধ্য থেকে বাছাই কমিটি র‍্যাংক চয়েজ পদ্ধতিতে ভোটিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা চূড়ান্ত করবেন।

তিনি আরও বলেন, আমাদের আরেকটি প্রস্তাব ছিল। কোনোভাবেই বিচার বিভাগকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না করা, কারণ আমরা দেখে থাকি বিচার বিভাগ এর মাধ্যমে রাজনীতিকরণ হয়ে থাকে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সিরাজগঞ্জে জাল নোটসহ ১ জনকে গ্রেপ্তার Sep 11, 2025
img
৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, উচ্ছ্বাসে ভাসছে ক্যাম্পাস Sep 11, 2025
img
জুলাই অঙ্গীকারনামা চূড়ান্ত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের শেষ সংলাপ আজ Sep 11, 2025
img
চট্টগ্রামে ২ শিবির নেতার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ Sep 11, 2025
img
গুলশান থানার সাবেক ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তার Sep 11, 2025
img
খাগড়াছড়িতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১ জনের Sep 11, 2025
img
হেলিকপ্টারের দড়ি ধরে পালান নেপালের মন্ত্রীরা Sep 11, 2025
img
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে টি-২০ সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা Sep 11, 2025
img
ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন লুঙ্গি এনগিদি Sep 11, 2025
img
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে প্রাণ গেল অন্তত ৩৫ জনের, আহত কমপক্ষে ১৩১ Sep 11, 2025
img
ডাকসু নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম Sep 11, 2025
img
জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে : শিবির সভাপতি Sep 11, 2025
img
জায়েদ খানের সঙ্গে কেন তানজিন তিশা ও মাহিয়া মাহি? Sep 11, 2025
img
জাকসু নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে : শিবির সমর্থিত প্যানেল Sep 11, 2025
img
জামায়াত মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করলেও মাঠ পর্যায়ে সাপোর্ট দেয় : মাসুদ কামাল Sep 11, 2025
জয়-পরাজয় নয়, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ভিপি সাদিক কায়েমের Sep 11, 2025
২৯ ইঞ্চি উচ্চতার ইসহাকের তিন যুগের কর্মজীবন! Sep 11, 2025
আ.লীগের সঙ্গে আঁ'তা'ত করে ছাত্রলীগের সব ভোট নিল জামায়াত: মির্জা আব্বাস Sep 11, 2025
আশরাফুল-মাহমুদউল্লাহকে কোচিংয়ে দেখতে চান বুলবুল! Sep 11, 2025
বাছাইপর্বে বিশ্বরেকর্ড স্পর্শ রোনালদোর! Sep 11, 2025