টালিউডে নতুন নক্ষত্রের আগমন হয়েছে, আর এই আগমন কোনোভাবেই নিঃশব্দ নয়। নবাগত কিরিতি রেড্ডি তার প্রথম সিনেমা ‘জুনিয়র’-এর মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি শুধু পর্দায় আসেননি, এসেছেন দর্শকের মন জয় করতে। মুক্তির মাত্র চার দিনের মাথায় ১ লাখ ২০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির, যা যেকোনো নবাগত অভিনেতার জন্য এক বিরল সাফল্য।
দর্শকরা কিরিতির প্রাণবন্ত উপস্থিতি, চঞ্চল অভিনয় আর দুর্দান্ত নাচের দক্ষতায় মুগ্ধ। শুধু সাধারণ দর্শক নয়, সমালোচকরাও তার অভিনয়ে যে সাবলীলতা ও চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতা দেখেছেন, তাতেই কিরিতির প্রতি প্রত্যাশা আরও বেড়েছে।
সিনেমার গল্পে আবেগের যে পরিপূর্ণতা, তা আরও প্রাণ পেয়েছে দেবী শ্রী প্রসাদের সুরে। বিশেষ করে ‘ভাইরাল ভাইয়ারি’ শিরোনামের গানটি ইতোমধ্যে চার্টের শীর্ষে উঠে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে।
সিনেমাটিতে কিরিতির সঙ্গে আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ ও বর্ষীয়ান অভিনেতা ভি. রবিশঙ্কর। তাদের অভিজ্ঞতা আর অভিনয় কৌশল এই নবাগতকে যেমন সহায়তা করেছে, তেমনি পরিচালক রাধা কৃষ্ণ রেড্ডির সৃজনশীল দৃষ্টিভঙ্গি সিনেমাটিকে দিয়েছে এক শক্তিশালী ভিত্তি।
বক্স অফিসে প্রতিদিন বেড়েই চলেছে আয়। একই সঙ্গে দেশের বাইরে থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্মগুলোতেও সিনেমাটি শীর্ষস্থানে অবস্থান করছে। সব মিলিয়ে বলা যায়, ‘জুনিয়র’ সিনেমার মাধ্যমে কিরিতি রেড্ডির তারকা হয়ে ওঠার পথ অনেকটাই নিশ্চিত।
বর্তমানে তার অভিনীত সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা, যা ইঙ্গিত দেয়, এই নবাগত শুধু আজকের নয়, আগামী দিনের বড় নাম হয়ে উঠতে যাচ্ছেন। টালিউডে তার আগমন এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে।
এমআর/টিকে