টলিউডের পাওয়ার স্টার পৱন কল্যাণ ‘হরি হারা ভীরা মল্লু’ সিনেমার গ্র্যান্ড প্রি-রিলিজ ইভেন্টে জানিয়ে দিয়েছেন, তিনি নিজেই নিজের মার্শাল আর্ট দক্ষতা দিয়ে সিনেমার ১৮ মিনিটের তীব্র ক্লাইম্যাক্স দৃশ্যের নৃত্যনাট্য রচনা করেছেন। ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তির মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা ফ্যানদের মধ্যে উৎসাহের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটি ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমের এক অনবদ্য মিশ্রণ। পরিচালক কৃষ জাগরলামুডি ও এ.এম. জ্যোতি কৃষ্ণার হাত ধরে নির্মিত এই পটভূমি শিবাজির পরবর্তী যুগের ভারত, যেখানে বব্বি দিওল মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে এবং নিধি আগরওয়াল প্রধান ভূমিকায় আছেন।
পৱন কল্যাণ তাঁর বক্তব্যে সিনেমার সঙ্গে নিজের ব্যক্তিগত সংযোগ এবং রাজনীতির ব্যস্ততার মাঝেও সিনেমার প্রতি নিজের অঙ্গীকারের কথা প্রকাশ করেছেন। নিজের হাতে সিনেমার ফাইনাল একশন দৃশ্য গড়ে তোলায় সিনেমাটির প্রতি ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া।
‘হরি হারা ভীরা মল্লু’ ইতিহাস ও মহাকাব্যিক নাটকের সঙ্গে দেশপ্রেমের মেলবন্ধন ঘটিয়ে একটি স্মরণীয় সিনেমাটির প্রতিশ্রুতি দিচ্ছে।
এমকে/টিএ