টেলিভিশনের ইতিহাসে একসময় যে নাম ঘরে ঘরে উচ্চারিত হত, সেটাই এবার ফিরছে নতুন রূপে। 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'—একটা নাম, একটা আবেগ, আর একটা সংসার, যেটার সঙ্গে জড়িয়ে ছিল কোটি দর্শকের প্রতিদিনকার জীবন। এবার প্রায় ২৫ বছর পেরিয়ে সেই ধারাবাহিক ফিরছে টেলিভিশনের পর্দায়। সঙ্গে ফিরছেন তুলসী ভিরানি—অর্থাৎ স্মৃতি ইরানি।
ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রচার ঝলক ও নেপথ্য দৃশ্য সামনে এসেছে। দেখা যাচ্ছে, জোরকদমে চলছে শুটিং। শান্তি নিকেতনের বিশাল ফটক আবার খুলে যাচ্ছে। এবার সেখানে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন হিতেন তেজওয়ানি ও গৌরি প্রধান। তাঁদের হাত ধরেই পরিচয় মিলছে নতুন প্রজন্মের সঙ্গে। মিহির-তুলসীর দুই ছেলের চরিত্রে দেখা যাবে রোহিত সুচান্তি ও আমন গান্ধীকে—অঙ্গদ ভিরানি ও হৃতিক ভিরানি নামে।
পুরনো আবেগকে ধরে রেখেই তৈরি হচ্ছে নতুন অধ্যায়। এই ধারাবাহিকে একদিকে যেমন পুরনো চরিত্ররা থাকছেন, তেমনি থাকছে একগুচ্ছ নতুন মুখও। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, শান্তি নিকেতনের অলিন্দে, ব্যস্ততার মধ্যেও জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাসের স্মৃতি।
এই ধারাবাহিকের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে স্মৃতি ইরানির অভিনয়ে প্রত্যাবর্তন। দীর্ঘদিন রাজনীতির মাঠে সরব ছিলেন তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও তুলসী চরিত্রটা তাঁকে আজও আলাদা করে চিহ্নিত করে। এবার সেই তুলসী ফিরছেন ছোট পর্দায়, আর তাঁর শুটিং হচ্ছে চূড়ান্ত নিরাপত্তার মধ্যে।
দর্শকের চোখ এখন পর্দার দিকে—পুরনো আবেগে নতুন চমক কতটা ছড়িয়ে দিতে পারে এই ধারাবাহিক, সেটাই দেখার।
এসএন