বাংলাদেশের বিনোদন অঙ্গনে গৌতম সাহা এক পরিচিত নাম। খ্যাতিমান এই নৃত্য পরিচালক কাজ করেছেন বহু তারকার সঙ্গে, ও পার বাংলার অনেক নায়িকার সঙ্গেও রয়েছে তাঁর বন্ধুত্বের রেশ। কিন্তু সম্প্রতি তিনি আলোচনার কেন্দ্রে এসেছেন এক পুরনো সম্পর্ক আর এক নতুন বন্ধুত্বের কারণে।
শোনা যায়, একসময় অপু বিশ্বাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একসঙ্গে কাজ করতে করতেই তৈরি হয় তাদের রসায়ন। গৌতমের কথায়, সেই সময় তিনি অপুকে সাহায্য করেছিলেন ওজন কমানোর জন্য, নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছেও। নিয়ম করে খাওয়ার পরামর্শ দেওয়া হলেও, অপু তা মানেননি। গৌতমের বক্তব্য, “অপুকে রোগা করার জন্য আমি চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। খাওয়ার নিয়ম তৈরি করে দেওয়া হয়েছিল। কিছু মানেনি। এখন তো শুনছি অস্ত্রোপচারের মাধ্যমে রোগা হয়েছে। কিন্তু তখন চেহারা ধরে রাখার বেশি দরকার ছিল অপুর।”
এই মন্তব্যই যেন ঘি ঢেলে দিল পুরনো আগুনে। কারণ অনেকেই জানেন, বর্তমানে গৌতমের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে শবনম বুবলীর। ইন্ডাস্ট্রির গুঞ্জন, বুবলীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই অপুর সঙ্গে দুরত্ব বাড়তে থাকে গৌতমের। এমনকী, কাজের ক্ষেত্রেও ধীরে ধীরে তাঁদের রসায়ন হারিয়ে যায়।
অপু বিশ্বাস যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। আনন্দবাজার ডট কম-কে তিনি বলেন, “কোনও উত্তর দিতে চাই না। ওঁর সঙ্গে আমার বহু দিন কোনও সম্পর্ক নেই। কী করে জানলেন আমি কী ভাবে ওজন কমিয়েছি? সেটা ভেবেই হাসি পাচ্ছে।”
গৌতম একসময় অপুর সঙ্গেই সবচেয়ে বেশি কাজ করেছেন, বলা হয় তিনিই অপুকে নতুন ভাবে উপস্থাপন করেছিলেন। সেখান থেকে এই তিক্ত সম্পর্ক, আর বুবলীর সঙ্গে তাঁর বর্তমান ঘনিষ্ঠতা—সব মিলিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে এখন জল্পনার শেষ নেই।
এই বন্ধুত্ব আর তিক্ততার কাহিনিই এখন টক অব দ্য টাউন।
এসএন