বলিউড অভিনেত্রী রিচা চড্ডার জীবনে ২০২৪ সালের ১৬ জুলাই ছিল এক বড় মোড়—সেদিন জন্ম নিয়েছিল তাঁর কন্যাসন্তান জুনেইরা। গত বৃহস্পতিবার সেই সন্তানের এক বছর পূর্ণ হলো। মা হওয়ার এই এক বছরে বদলে গেছে রিচার পুরো পৃথিবী। অথচ শুরুটা হয়েছিল ভয় আর উদ্বেগ নিয়ে।
মেয়ের জন্মের খবর শোনার পর প্রথম প্রতিক্রিয়া ছিল, যেন পৃথিবীর সব চিন্তা এসে ভর করল তাঁর মাথায়। রিচার নিজের কথায়—‘‘মেয়ের জন্য খেলনা নয়, মনে হয়েছিল বন্দুক কিনতে হবে।’’ হাস্যরসের মোড়কে বলা এই কথা আসলে তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে এক মায়ের গভীর উদ্বেগের প্রতিফলন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা জানান, পৃথিবীর বর্তমান চেহারার দিকে তাকিয়ে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত তাঁর কাছে সহজ ছিল না। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, গণহত্যা আর সামাজিক অবক্ষয়ের মধ্যে একটি নতুন প্রাণ নিয়ে আসা—এটা আদৌ দায়িত্বশীল সিদ্ধান্ত কি না, সেই প্রশ্নই প্রথম ধাক্কায় কুরে কুরে খেয়েছিল তাঁকে।
রিচা বলেন, ‘‘আমি ভাবছিলাম, হে ভগবান, আমার জীবন কি শেষ হয়ে যাবে?’’ নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেই জানান, মা হওয়ার পর একজন নারীর স্বাধীনতা, পছন্দ-অপছন্দ ও দৈনন্দিন জীবনের গতিপথ একেবারে বদলে যায়। অন্তত প্রথম ছ’মাস শিশুর খাদ্য ও যত্নের ক্ষেত্রে মায়ের দায়বদ্ধতা যেমন থাকে, সেটাই তাঁর মনে করিয়ে দেয়—এ জীবন আর একা তাঁর নয়।
তবে ভয় আর অনিশ্চয়তার কুয়াশা পেরিয়ে এখন রিচা আশাবাদী। মেয়ে জুনেইরাকে নিয়ে তাঁর ভাবনা এখন অনেক বেশি ইতিবাচক। রিচা বলেন, ‘‘মেয়েকে আমার মতো দৃঢ়চেতা মানুষ হিসেবে গড়ে তুলব।’’
একটা বছর পেরিয়ে এসে রিচা আজ এক স্নেহময়ী মা, যিনি জানেন—এই পৃথিবী যতই অস্থির হোক না কেন, তার সন্তানের জন্য লড়াই করে যাওয়ার সাহস এক মা সবসময় খুঁজে নেন নিজের ভেতরেই।