সাফের গন্ডি পেরিয়ে সাগরিকাদের চোখ এখন এশিয়ার মূল পর্বে

হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ অ-২০ নারী ফুটবল দলের খেলোয়াড়দের বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেল। গতকাল রাতে সাগরিকা-আফিদারা সাফ অ-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। সাফের গন্ডি পেরিয়ে সাগরিকাদের চোখ এএফসি অ-২০ টুর্নামেন্টের মূল পর্বে।

২-১০ আগস্ট এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলিস্তে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর এপ্রিলে মূল পর্বে খেলার সুযোগ পাবে। গত মাসে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে। ঋতুপর্ণা-রুপ্নাদের অনুসরণ করতে চান অনুজরাও।

বাংলাদেশ অ-২০ দলের অন্যতম প্রাণভোমরা মোসাম্মৎ সাগরিকা। তিনি এএফসি বাছাই পর্ব নিয়ে বলেন, 'আসলে আমরা অনেক প্রস্তুত আছে। এর থেকে আরও ভালো কিছু করতে হবে আমাদের। যে কদদিন সময় পাবো, আমাদের আরও ভালোভাবে তৈরি হতে হবে। এর থেকে বেটার পারফরম্যান্স করতে হবে। তাহলে আমরা ভালো কিছু করতে পারবো।'

বাংলাদেশ নারী ফুটবল দল অ-১৬ পর্যায়ে দুই বার মূল পর্বে খেলেছিল। অ-২০ পর্যায়ে চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড নেই। বিগত সময়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণও কম করেছে বাংলাদেশ। এতে এবার শক্তিশালী কোরিয়ার মতো কঠিন গ্রুপেই পড়েছে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া খানিকটা কঠিনই। প্রতিপক্ষ নিয়ে সাগরিকার মন্তব্য, 'প্রতিপক্ষ সম্পর্কে আমাদের জানা নেই। তারা কেমন খেলে তা এখনো দেখিনি। তো আমাদের কোচ যেই নির্দেশনা দেন, সেটা মেনে আমাদের খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো।’

সিনিয়র দল এশিয়া কাপে খেলবে। অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন। ফলে এএফসি অ-২০ টুর্নামেন্ট বাছাইয়ে বাংলাদেশের প্রতি প্রত্যাশা থাকছে। সেটা চাপ আকারে নিচ্ছেন না সাগরিকা, 'আমরা চাই দেশের মানুষ যেভাবে সাপোর্ট করতেছে, যেভাবে খেলা দেখতেছে তা ধারাবাহিকভাবে করলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। এএফসিতে চেষ্টা করবো ভালো করার।'

সাগরিকা বয়স ভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই যাচ্ছেন। এরপরও সিনিয়র দলে একাদশে আসতে পারছেন না। এ নিয়ে তিনি কোচ পিটার বাটলারের দিকেই বল ঠেললেন, 'আমি কেমন পারফরম্যান্স করতেছি তা তো নিজে বলতে পারবো না। এটা নির্ভর করছে কোচের ওপর। কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরম্যান্স করতেছি আমাকে সেরা একাদশে নামানো উচিত, তাহলে আমি ভালো কিছু করতে পারব। আর যদি না মনে হয় এটা তো আর কিছু করার নাই। অবশ্যই আমার আত্নবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তার চেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারবো।'
সাগরিকা সিনিয়র দলে খেলার জন্য যেমন শামসুন্নাহার-তহুরাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেন। তেমনি অ-২০ দলেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এ নিয়ে বলেন, 'তিন ম্যাচে আমার জায়গা তৃঞ্চা খেলেছে। সে ভালো করেছে। আমরা চাই যদি প্রতিটি পজিশনে আমাদের একাধিক প্লেয়ার থাকে, তাহলে আমাদের মধ্যে ভালো করার স্পৃহা বাড়বে, জেদ কাজ করবে। তখন চিন্তা থাকবে যে তার থেকে ভালো করে আমাকে টিমে থাকতে হবে। আমরা টিমমেটরা এক হয়ে লড়াই করতে চাই।’

সাগরিকা হয়ে উঠার পেছনে নারী দলের সাবেক কোচ ছোটনকেও কৃত্তিত্ব দিয়েছেন তিনি, 'ছোটন স্যার আমাকে গড়ায় তুলেছেন। এখন লিড দিচ্ছেন বাটলার স্যার। তো দুইটাই আমার জন্য ভালো ছিল। ছোটন স্যার খুব সাপোর্ট করেছেন আর এখন বাটলার স্যার অনেক সাপোর্ট করতেছেন।'

ঢাকায় নারী ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে অনেক ফুটবলারের অভিভাবক খেলা দেখতে আসেন। সাগরিকার বাবা আবাসন সংকটের কারণে এবার আসতে পারেননি, ‘আমার খেলা দেখতে বাবা ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা নেই বলে তিনি আসেননি। আর মাও একটু অসুস্থ ছিল। তারপরেও সেরা ফুটবলার হওয়াতে আমার বাবা অনেক খুশি।’

জাতীয় দলের এই ফরোয়ার্ড নেইমারকে অনুসরণ করেন। আগের তুলনায় তার ড্রিবলিং ক্ষমতা আরো বেড়েছে বলে মনে করেন। স্মরণীয় গোল নিয়ে বলেন, 'ভারতের সঙ্গে শেষ মুহুর্তে যে গোলটি করেছিলাম সেটা সেরা আর কালকের হ্যাটট্রিকটা স্মরণীয়।'

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হবু স্বামীর জন্মদিনে মধুমিতার বিশেষ আয়োজন Jul 23, 2025
img
রাজধানীর গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ সদস্য গ্রেফতার Jul 23, 2025
img
গত ১১ মাসে সবকিছুতেই যেন করোনার আক্রমণ: গোলাম মাওলা রনি Jul 23, 2025
img
দলের নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখতে অনুরোধ জামায়াত আমিরের Jul 23, 2025
img
রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে স্বপ্ন দেখছে লিভারপুল! Jul 23, 2025
img
সাত বছর বয়সেই রিচাকে শুনতে হয়েছিল শ্বশুরবাড়ির নিয়ম Jul 23, 2025
img
সিডনি থেকে হোবার্টগামী বিমানে আগুন, সন্দেহ পাওয়ার ব্যাংক নিয়ে Jul 23, 2025
img
রক্তবীজ টু-র প্রথম টিজারে শেখ হাসিনার ঝলক! Jul 23, 2025
img
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ গ্রেফতার Jul 23, 2025
img
উন্নত দেশগুলোকে যথাযথভাবে জলবায়ু দায়িত্ব পালনের আহ্বান Jul 23, 2025
img
শিগ‌গিরই ঢাকায় পৌঁছাবে ভারতের ডাক্তার ও নার্স Jul 23, 2025
img
ফুকুশিমা দুর্ঘটনার পর নতুন পারমাণবিক চুল্লি নির্মাণে জাপান Jul 23, 2025
"সাকিবের পোস্ট ব্যানারে ছাপিয়ে নিয়ে এসে খেলা দেখলেন ভক্তরা" Jul 23, 2025
‘পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী’ Jul 23, 2025
নিষিদ্ধ গোষ্ঠীগুলোর উসকানির বিরুদ্ধে সতর্ক করলেন তারেক রহমান Jul 23, 2025
img
মাইলস্টোন ট্র্যাজেডি : ভিকটিমদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ করে দিতে রিট Jul 23, 2025
img
নেতৃত্বে নোয়াখালীর প্রতিনিধি, তবুও নেই উন্নয়ন Jul 23, 2025
img
৬ বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ Jul 23, 2025
img
সিরিয়ার ব্যবসায়ীদের জন্য ভ্রমণ অনুমতি চালু করার ঘোষণা সৌদি আরবের Jul 23, 2025
img
বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিবর্তন, তৈরি হতে পারে লঘুচাপ Jul 23, 2025