সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র বানানো সম্ভব নয় : হাসনাত কাইয়ূম

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেছেন, অভ্যুত্থানের বাংলাদেশ আজ কঠিন সংকটের মুখোমুখি। সরকার ও প্রধান রাজনৈতিক শক্তিগুলোর ব্যর্থতায় এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রে দেশ আজ বিভেদ-বিচ্যুতির এক চরম বিপদের মুখোমুখি। তবে সব সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের মনে রাখতে হবে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র গঠন সম্ভব হবে না।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘সংবিধান সংস্কার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ও ‘বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স’ এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা হয়।

হাসনাত কাইয়ূম বলেন, বিভেদ ও বিচ্যুতির পথ ছেড়ে দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে রাষ্ট্র কাঠামোর জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। জাতি-ধর্ম-বর্ণ, পাহাড়ি, দলিত, হরিজনসহ সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও রাষ্ট্রকর্মে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অনেকগুলো সংকট কেটে যাবে। এর দায়িত্ব এই বঞ্চিত সম্প্রদায়গুলোকেই নিতে হবে। তাদেরই রাষ্ট্র গঠনে তাদের অংশগ্রহণের উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে সে উদ্যোগে সহায়ক হতে হবে। সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র গঠন সম্ভব হবে না। এ সময় তিনি সংখ্যালঘুদের জন্য একটি আলাদা কমিশন গঠনেরও দাবি জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্র আমাদের জনগণকে ভোটার বানিয়েছে, নাগরিক হতে দেয়নি। নাগরিক হয়ে উঠতে, নাগরিক অধিকার চাইলে আমাদের জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের রাষ্ট্র বানাতে হবে।

লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, সংখ্যালঘুদের নিয়ে যারাই অবহেলা-অবজ্ঞা করেছে, সবাইকে অনেক অনেক মূল্য দিতে হয়েছে। সংখ্যালঘুদের জাতীয় রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নিজেদের হিস্যা আদায়ের উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি।

বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সভাপতি প্রদীপ চন্দ্র বলেন, একটা রাষ্ট্রের সংবিধানে সংখ্যালঘু, সংখ্যাগুরু বা আদিবাসী- সবার সমান সুযোগ পাওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু এই দেশে আজ পর্যন্ত সংখ্যালঘুদের উপর যত নির্যাতন এবং হত্যা হয়েছে, তার বিচার এখন পর্যন্ত হয়নি। এমনকি রাষ্ট্র সংস্কারে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিও রাখা হয়নি।

তিনি আরও বলেন, এই দেশ গঠনে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থানে সংখ্যালঘুদের অনেক অবদান রয়েছে। কিন্তু তারপরও প্রতিনিয়ত নানা অত্যাচারের কারণে তাদের ভারতে চলে যেতে হয়। রাষ্ট্রের কাছে আমরা সংখ্যালঘুদের সাংবিধানিক স্বীকৃতি চাই। রাষ্ট্রের সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সংগঠক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস বলেন, রাষ্ট্র সংস্কার কমিশনে সব ধর্ম-বর্ণের লোক নির্দিষ্ট সংখ্যানুপাতিক হারে রাখা হয়নি। সংবিধানে সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার ব্যাপারে আইন যুক্ত করা খুবই প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা সবাই যেন বাঙালি হিসেবে বসবাস করতে পারি এবং সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারি। অনেকেই বলেন, আমরা (হিন্দু সম্প্রদায়) নাকি এক পা ভারতে এবং আরেক পা বাংলাদেশে রাখি- এই কথাটি সত্য নয়। সবার মতো আমরাও এই দেশকে ভালোবাসি এবং রাষ্ট্র গঠনে কাজ করে যেতে চাই।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষক হেলাল মহিউদ্দিন, বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ মজুমদার, লিংকন দত্ত, নরেন্দ্রনাথ হীরা, সেলিম খান, কবি শহীদুল্লাহ ফরায়জী, শ্রী শ্রী হরিচাদ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিপীন্দ্রনাথ হিরা, অ্যাডভোকেট প্রহল্লাত দেবনাথ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম প্রমুখ।


 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন স্থগিত, হতাশ প্রার্থী ও ভোটাররা Jan 11, 2026
img
রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন Jan 11, 2026
img
দাঁড়িপাল্লা-মাহফিল নিয়ে দেওয়া জামায়াত নেতার বক্তব্য ভাইরাল Jan 11, 2026
img
ছবি মুক্তির আগেই বরুণের বিশাল প্রাপ্তি! Jan 11, 2026
img
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য তালিকা চাইল ইসি Jan 11, 2026
img
কেয়া- খায়রুলের ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা Jan 11, 2026
img
মেসির সঙ্গে একান্ত বৈঠকে কী কথা হলো স্ক্যালোনির? Jan 11, 2026
img
নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না: সুশীলা কারকি Jan 11, 2026
img
ঢাকা ক্যাপিটালসের অভিযোগের জবাবে কী জানাল বিসিবি Jan 11, 2026
img
ওপেনিংয়ে হৃদয়, কারণ ব্যাখ্যা করলেন সোহান Jan 11, 2026
img
খালেদা জিয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই : রাশেদ খান Jan 11, 2026
img
আবারও বাদ দীপিকা? ‘ও রোমিও’-তে তার বিকল্পে তৃপ্তি দিমরি! Jan 11, 2026
img
বাবা-ছেলের একসঙ্গে ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সিলেটের দর্শক Jan 11, 2026
img
জামালপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Jan 11, 2026
img
অভিষেকেই নবীর ছেলের ঝড়ো ব্যাটিং, রেকর্ড সংগ্রহ নোয়াখালীর Jan 11, 2026
img
কিউবাকে দ্রুত ‘চুক্তি করার’ আহ্বান ট্রাম্পের Jan 11, 2026
img
সবাইকে ‌‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে: আলী রীয়াজ Jan 11, 2026
img
২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা নিশ্চিত কাদের? Jan 11, 2026
img
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে Jan 11, 2026
img
গালাগালির ঝড় তুলে শহিদকে ছাপিয়ে আলোচনায় ফরিদা জালাল Jan 11, 2026