বিপিএলে এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তাওহীদ হৃদয়। আজকের আগে সব ম্যাচেই দলটির হয়ে তিন নম্বরে ব্যাটিং করেছেন তিনি। তবে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ এক ইনিংস খেললেন হৃদয়। ৩ রানের জন্য সেঞ্চুরি করতে না পারলেও সবার প্রশংসা পাচ্ছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয়কে ওপেনিংয়ে খেলানোর কারণ জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বলেন, 'আমরা সেরা কম্বিনেশন খুঁজছি। যেহেতু পাওয়ারপ্লেতে গত কিছু দিন স্ট্রাগল করেছি। যেহেতু হৃদয়ও শটস খেলতে পছন্দ করে। এ কারণে ওর ওপেন যাওয়া। যে উইকেট, অবশ্যই নতুনদের জন্য মারা কঠিন। হৃদয় পুরো ইনিংসেই ভালো ব্যাট করেছে। আমার এটাই মনে হয়েছে। সাথে ওর একশর সুযোগ।'
তবে হৃদয় শতক না পাওয়ায় একটু আক্ষেপই হচ্ছে সোহানের, 'হৃদয় অসাধারণ ইনিংস খেলেছে, ইনিংস সুন্দর করে গুছিয়েছে। তবে মাঝখানে ৩০ বল আমাদের কোনো বাউন্ডারি আসেনি। উইকেট ভালো, রানও ভালো ছিল। তবে ফিল্ডিং আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। মাঝখানে ২ ওভার যদি ভালো করতে পারতাম হয়ত রান রেট ১০ এর ওপরে যাওয়ার সম্ভাবনা ছিল তাহলে এই উইকেটে তাড়া করা কঠিন হতো। তবে দশের ওপর নিতে পারিনি কখনই।'
'হৃদয় খুব সুন্দর ব্যাটিং করেছে। একশ ডিজার্ভ করে। টি-টোয়েন্টিতে একশ খুব স্পেশাল। শেষ বল ভালো জায়গায় ছিল। একশ হলে ভালো লাগত।'-যোগ করেন তিনি।
এমআই/টিএ