টানা দুইটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার পর এবার শক্তিশালী পাকিস্তানকেও হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এই দাপুটে জয় মাঠে বসেই উপভোগ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে দল সংগ্রহ করে ১৩৩ রান। জবাবে খেলতে নেমে পাকিস্তান ১৯.২ ওভারে অলআউট হয়ে করে ১২৫ রান, ফলে ৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা এবং সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।
ম্যাচ শেষে টাইগারদের এ জয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন তামিম। তিনি বলেন, শেষ কিছুদিন ধরে যখন ফলাফল হচ্ছিল না, অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আমার কাছে মনে হয় এই দলটির এই জয় প্রাপ্য। বাংলাদেশের ক্রিকেটের ফ্যান যারা আছে, তাদেরও এটা প্রাপ্য। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেট ফ্যান এটা ডিজার্ভ করে। এটা খুবই তরুণ একটা দল। যখন পারফরম্যান্স ভালো হয় না, অনেক সমালোচনা হয় তাদের আত্মবিশ্বাসের জন্য এই জয়টি গুরুত্বপূর্ণ।
এ সময় বাংলাদেশের দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে নিয়েও প্রশংসা ঝরেছে তামিম ইকবালের কণ্ঠে। তিনি বলেন, খুবই চমৎকার লাগে (তানজিদ-ইমনের ছক্কা)। আমার মনে হয় তারা খুবই সামর্থ্যবান ব্যাটসম্যান। আশা করি তারা সবরকমের সাফল্য পাবে।
প্রসঙ্গত, মিরপুরে ১০ বছর আগে ৩ ম্যাচের ওডিআই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ছবিটা এবার ভেসে উঠছে টি-টোয়েন্টি সিরিজে। এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে এখন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশে চোখ এখন লিটনদের।
বাংলাদেশের এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সামনে আসন্ন চ্যালেঞ্জগুলোতে তরুণদের এমন পারফরম্যান্সই দলের বড় শক্তি হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পিএ/টিএ