মেয়ে হওয়ার খবরে আনন্দিত হওয়ার বদলে ভয়ই পেয়েছিলেন বলিউড অভিনেত্রী রিচা চড্ডা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সন্তানের জন্মের পর যে স্বাভাবিক মাতৃত্বের উচ্ছ্বাসটা আসে, তার বদলে তিনি যেন আতঙ্কের সাগরে ডুবে গিয়েছিলেন। এমনকি একপর্যায়ে মনে হয়েছিল, মেয়ের জন্য খেলনা নয়, বন্দুক কিনতে হবে।
২০২৪ সালের ১৬ জুলাই কন্যাসন্তানের মা হন রিচা। তার স্বামী অভিনেতা আলি ফজলের সঙ্গে একমাত্র কন্যার নাম রেখেছেন জুনেইরা। গত সপ্তাহে ছিল মেয়ের প্রথম জন্মদিন। সেখানেই এক বছরের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে রিচা বলেন, মেয়ের জন্মের পর জীবনটাই বদলে গেছে। কিন্তু প্রথম অনুভবটা ছিল ভয়ের।
রিচার ভাষায়, ‘‘এই পৃথিবীতে দিন দিন যা ঘটছে, তাতে সন্তান জন্ম দেওয়া আদৌ কি ঠিক সিদ্ধান্ত? কোথাও জলবায়ুর ভয়াবহ পরিবর্তন, কোথাও শিশুদের উপর বোমা বর্ষণ, কোথাও গণহত্যা ,সব মিলিয়ে তখন মনে হচ্ছিল, নিজের জীবনের সব স্বাধীনতা বুঝি শেষ হয়ে গেল।’’
তিনি আরও বলেন, ‘‘প্রথম ছ’মাস সন্তান শুধু মায়ের ওপর নির্ভরশীল থাকে। এমন সময় একজন স্বাধীনচেতা নারীর পক্ষে দায়িত্ব নেওয়া মানে নিজেকে পুরোটাই বদলে ফেলা।’’
তবে যা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা কাজ করছিল, তা হলো মেয়ের নিরাপত্তা। কারণ, জুনেইরার জন্ম হয়েছে ভারতে। সেই কথা উল্লেখ করে রিচা হেসেই বলেন, ‘‘মেয়ের জন্মের পর প্রথমেই মনে হয়েছিল, ওর জন্য বন্দুক কিনে রাখি!’’ পরে অবশ্য নিজের মনকে বুঝিয়ে বলেছেন, ‘‘না, এসব দরকার নেই। মেয়েকে আমি এমনভাবেই মানুষ করব, যাতে ও নিজেই নিজের লড়াইটা লড়তে পারে।’’
মেয়ের এক বছরের জন্মদিনে তাই রিচার বার্তা একটাই-মাতৃত্ব শুধু অনুভব নয়, বড় এক সামাজিক ও মানসিক দায়ও। আর এই দায়িত্ব নিতে গেলে হৃদয়ের পাশাপাশি প্রয়োজন সাহস আর সচেতনতা।
এমকে/এসএন