আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও রাজনৈতিক বৈরিতার কারণে সফর স্থগিত করেছে ভারত। শুধু তাই নয়, ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়েও আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকায় নির্ধারিত সময়েই সভা আয়োজনের বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন।
২৪ ও ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এসিসির এজিএম। হাতে সময় মাত্র একদিন বাকি থাকলেও এখনও কোনো সমঝোতায় পৌঁছায়নি বিসিসিআই ও পিসিবি। ফলে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চরম অস্বস্তিতে পড়েছে।
এসিসির পূর্ণ সদস্য পাঁচটি দেশের মধ্যে তিনটি সভায় অংশ না নেওয়ার ইচ্ছা জানিয়েছে। যার ফলে কার্যত এই সভার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার মিরপুরে বিসিবির পরিচালক ও এসিসি সভা আয়োজনে দায়িত্বপ্রাপ্ত আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এসিসি আমাদের কাছে প্রস্তাব করেছিল, আমরা কি এই এজিএম আয়োজন করতে চাই। আমরা তাতে রাজি হয়েছি। এটি এসিসির প্রোগ্রাম, আমরা কেবল লজিস্টিক সহযোগিতা করছি।’
বুধবার বিসিবি সভাপতির সঙ্গে এসিসি সভাপতি মহসিন নাকভির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক নিয়ে বুলবুল বলেন, ‘পাকিস্তানের সভাপতি আসছেন। তিনি এখন এসিসির সভাপতি। যেহেতু এটি তার প্রোগ্রাম, তাই ফাঁকে ফাঁকে আমাদের দ্বিপাক্ষিক সিরিজ এবং ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে।’
তবে ভারতসহ কয়েকটি সদস্য দেশ সভায় অংশ না নিলে বাংলাদেশ কোনো কূটনৈতিক জটিলতায় পড়বে কি না, এমন প্রশ্নে বিসিবি পরিচালক বলেন, ‘আমার মনে হয় না। ক্রিকেট সবার ওপরে। আমরা শুধু আয়োজক। এর আগে কখনো আয়োজন করিনি। চেষ্টা করব যেন একটা ভালো এজিএম হয়।’
এমকে/এসএন