শখের দাম লাখ টাকা—এ কথা আবারও প্রমাণ করলেন ভারতের এক প্রভাবশালী ব্যবসায়ী। বলিউড তারকা অমিতাভ বচ্চন ও আমির খানের কাছ থেকে রোলস রয়েস কিনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ৩৮ লাখ টাকা জরিমানা গুনতে হলো কেজিএফ খ্যাত ইউসুফ শরিফকে।
কথিত আছে, অমিতাভ বচ্চন ও আমির খানের নামে নিবন্ধিত বিলাসবহুল রোলস রয়েস দুটি ২০২১ ও ২০২৩ সালে হাতবদল হয়ে চলে যায় বেঙ্গালুরুর ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা ইউসুফ শরিফের কাছে। তবে গাড়ি নিজের নামে রেজিস্ট্রেশন না করে, তার আগের মালিকদের—অর্থাৎ অমিতাভ ও আমিরের মুম্বইয়ের ঠিকানাই ব্যবহার করে বেঙ্গালুরুতে রাস্তায় চালিয়ে আসছিলেন ইউসুফ।
বিষয়টি কর কর্তৃপক্ষের নজরে এলে তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসে, ইউসুফ শুধু গাড়ির নিবন্ধন এড়িয়ে গেছেন তাই নয়, বরং বিপুল অঙ্কের কর ফাঁকিও দিয়েছেন। তার পরিচিত নাম ‘কেজিএফ বাবু’—কারণ কর্নাটকের কোলার গোল্ড ফিল্ডস (কেজিএফ) অঞ্চলের বাসিন্দা এবং রাজনৈতিক প্রভাবশালী তিনি।
শুধু বলিউডের শীর্ষ দুই তারকার নামেই গাড়ি চালানো নয়, সরকারি কাগজপত্রেও সেই তথ্য রেখে চলেছেন দীর্ঘদিন। সব মিলিয়ে কর ফাঁকির অঙ্ক দাঁড়ায় ৩৮ লাখ রুপি। শেষ পর্যন্ত জরিমানা দিয়ে আইনি জটিলতা এড়াতে হয় কেজিএফ বাবুকে।
ইউটি/টিএ