স্লো ওভার রেটের খেসারত দিতে হয়েছিল ইংল্যান্ডকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে একাধিক ম্যাচে পয়েন্ট কাটা যাওয়ায় ফাইনালের টিকিট হারায় বেন স্টোকসের দল। অ্যাশেজ সিরিজেই চার ম্যাচে কাটা পড়ে ১৯ পয়েন্ট, আর নিউজিল্যান্ডের বিপক্ষে আরও ৩ পয়েন্ট। সব মিলিয়ে স্লো ওভার রেটেই পিছিয়ে পড়ে ইংলিশরা, যা নিয়ে এবার নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অধিনায়ক স্টোকস।
না হলে তারাই হয়তো ফাইনালে খেলত। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের পর পয়েন্ট কাটা গেছে তাদের। এর ফলে হতাশ হয়েছেন ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক স্টোকস। তিনি স্লো ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
স্টোকস বলেছেন, 'ওভার রেট নিয়ে আমি চিন্তিত নই, তবে এর মানে এটা নয় আমি ইচ্ছাকৃতভাবে খেলা মন্থর করছি। এটা নিয়ে হতাশা বুঝতে পারছি, তবে আমি সত্যিই মনে করি এই নিয়মের কাঠামো গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। একই নিয়ম এশিয়ার জন্য থাকতে পারে না, যেখানে ৭০ শতাংশ ওভার স্পিনাররা করে। সেই নিয়মই আবার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড মাটিতে খেলা হলে প্রযোজ্য নয়, যেখানে ৭০ থেকে ৮০ শতাংশ ওভার পেসাররা করে।'
লর্ডসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচ জিতলেও তাদের নামের পাশে পূর্ণ পয়েন্ট যোগ হয়নি। ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাই নিয়ম অনুযায়ী, ২ পয়েন্ট কেটে নেয়া হয়েছে স্বাগতিকদের। পাশাপাশি ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে ইংল্যান্ড দলকে।
এর ফলে তারা দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। তারা এখন ২২ পয়েন্ট নিয়ে এই অবস্থানে রয়েছে। ৬১.১১ শতাংশ পয়েন্ট অর্জন করেছে তারা। তাদের উপরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের নামের পাশে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট।
স্টোকস মনে করেন স্থান কাল ভেদে স্লো ওভার রেটের নিয়মে পরিবর্তন আনা উচিত। কারণ উপমহাদেশে বরাবরই স্পিনবান্ধব উইকেটে খেলা হয়। আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডে পেস বান্ধব উইকেটে খেলা হয়। তাই বোলিং করতে উপমহাদেশের তুলনায় বেশি সময় লাগে।
স্টোকস এই বিষয়টি উদাহরণ টেনে বলেছেন, 'একজন পেসারের ওভারের চেয়ে একজন স্পিনারের ওভারে সময় কম লাগে। তাই সাধারণ জ্ঞানে, বিভিন্ন মহাদেশে ওভার রেটের সময় নির্ধারণের প্রক্রিয়া কীভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে ভাবা উচিত।'
ইউটি/টিএ